স্থায়ী জামিন আবেদন নাকচ খালেদা জিয়ার

হাওর বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী জামিন আবেদন আবারও নাকচ করেছেন ঢাকার বিশেষ জজ আদালত। এ ছাড়া এ দুই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

ওই দিনও সপ্তম দিনের মতো আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেবেন খালেদা জিয়া।

আজ দুপুরে রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন খালেদা জিয়া।

দীর্ঘ শুনানি শেষে তা নাকচ করে ৩০ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

আদালতে হাজিরায় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

আদালতের প্রশ্নের মুখে বিএনপি চেয়ারপারসন আরও জানান, নিজেকে নির্দোষ প্রমাণে প্রয়োজনে তিনি আদালতে কাগজপত্র জমা দেবেন এবং আত্মপক্ষ সমর্থন করে বক্তব্যও দেবেন।

এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে আদালতে পৌঁছান খালেদা জিয়া। এর পর আদালতে আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য রাখেন তিনি।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করে দুদক।

আর জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় অপর মামলাটি করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর