মওদুদ কি প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে নামানোর সেই ক্ষমতা আছে

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বক্তব্যের কঠোর সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘মওদুদ আহমেদ শেখ হাসিনাকে টেনে-হিঁচড়ে নামানোর কথা বলেছেন। কিন্তু মওদুদ আহমেদের কি প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে নামানোর সেই ক্ষমতা আছে ?’

আজ জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত ‘৭ মার্চের মহাকাব্য- বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এর আগে গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মওদুদ আহমেদ বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এখন দুটি পথ খোলা আছে। হয় তিনি সম্মানজনকভাবে ক্ষমতা ছেড়ে দেবেন। না হয় তাকে অসম্মানজনকভাবে টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামানো হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনার যদি শক্তি থাকে তাহলে চেষ্টা করতে পারেন।’

২০১৪ সালের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আপনারা মানুষ পুড়িয়ে মেরেছেন। গাড়ি পুড়িয়েছেন। পুলিশ সদস্যদের শরীরে আগুন দিয়েছেন। আপনার নেত্রী তো ওই সময় বলেছিল, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর আগে ঘরে ফিরবেন না। পেরেছেন নামাতে ? বাংলাদেশের মানুষ আর কোনো দিন জামায়াতকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসা মেনে নেবে না।’

রোহিঙ্গা ইস্যুতে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যু আমরা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করেছি। এটা পছন্দ হয় না বিএনপি ও তাদের নেত্রীর। একসঙ্গে ছয়জন রাষ্ট্রদূত এসেছেন এই ইস্যুতে। মিয়ানমার রোহিঙ্গাদের খুব সহজে ফিরিয়ে নেবে না। কিন্তু তাদের ফিরিয়ে নিতে হবে।’

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিএনপি নষ্ট করতে চেয়েছিল উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘এই ভাষণ নষ্ট করার জন্য প্রথমে পাকিস্তান চেষ্টা করেছে। এরপর বিএনপি ক্ষমতায় আসার পর মাইক কেড়ে নেওয়া হতো ভাষণ বাজালে। আজ সেই ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ।’

সংগঠনের সহসভাপতি এডিশনাল আইজিপি (অব.) মো. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান, মুক্তিযোদ্ধা ও লেখক হারুন হাবীব, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর