ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন প্রজন্মের প্রতি ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
  • ৩৩২ বার
হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মওলানা ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করুক-এ প্রত্যাশা করি।
আগামীকাল মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ এক বাণীতে রাষ্ট্রপতি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আবদুল হামিদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এক অবিস্মরণীয় নাম।
তিনি বলেন, ১৯১৯ সালে ব্রিটিশবিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদানের মধ্যদিয়ে মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের সূচনা হয়। তার নেতৃত্বের ভিত্তি ছিলো সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণ। তিনি অধিকারবঞ্চিত এসব অবহেলিত মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরক্ষায় নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন।
জাতীয় সংকটে জনগণের পাশে থেকে মওলানা ভাসানী দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করতেন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ কর্মজীবনে তিনি(ভাসানী) দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। বাসস
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নতুন প্রজন্মের প্রতি ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ০৭:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মওলানা ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করুক-এ প্রত্যাশা করি।
আগামীকাল মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ এক বাণীতে রাষ্ট্রপতি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আবদুল হামিদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এক অবিস্মরণীয় নাম।
তিনি বলেন, ১৯১৯ সালে ব্রিটিশবিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদানের মধ্যদিয়ে মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের সূচনা হয়। তার নেতৃত্বের ভিত্তি ছিলো সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণ। তিনি অধিকারবঞ্চিত এসব অবহেলিত মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরক্ষায় নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন।
জাতীয় সংকটে জনগণের পাশে থেকে মওলানা ভাসানী দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করতেন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ কর্মজীবনে তিনি(ভাসানী) দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। বাসস