কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের সমবায় বিষয়ক সম্পাদক ও অর্থ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ৫ ফেব্রুয়ারীর নির্বাচনের পর খালেদা জিয়া ৩ মাস ব্যাপী জালাও-পোড়াও আন্দোলন করে ব্যর্থ হয়ে লেজ গুটিয়ে ঘরে বসেছেন। বিএনপি-জামায়াত জোট আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। বঙ্গবন্ধু হত্যার পর সামরিক বাহিনী এ দেশ শাসন করেছে, গণতান্ত্রিক কোন সরকার নয়। বিএনপি জোট ক্ষমতায় থাকাকালিন উত্তর বঙ্গে মঙ্গা দেখা দিয়েছিল। মানুষ খাবার না পেয়ে আটার ঝাও খেয়ে জীবন-যাপন করেছে। বর্তমানে না খেয়ে মানুষ মারা যাবার কোন খবর পত্র পত্রিকায় ছাপা হয় না। সার সহ কৃষি পন্যের মূল্য কমানো হয়েছে। কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কৃষি খাতে সরকারী ভর্তুকি দেয়া হয়েছে। গত ১০ বছরে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে প্রমান করেছেন, এ দেশের মানুষকে তিনি জীবনের চেয়ে বেশী ভাল বাসতেন। তিনি গত কাল ২৯ আগষ্ট শনিবার বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক বিদস ও একুশে আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভায় উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডাকসুর সাবেক ভিপি ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আকতারুজ্জামান, বাংলাদেশ কৃষকলীগ সভাপতি জাকসুর সাবেক ভিপি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক অ্যাড. খোন্দকার শামসুল হক রেজা, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, সংসদ সদস্য ওম্মে কুলসুম স্মৃতি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আজগর রশীদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা কৃষকলীগের সভাপতি আইন উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলমগীর হোসেন আকন্দ, জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, মহিলালীগের সভাপতি রওশন আরা সরকার, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা রুহিতা, যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন রনি, মঈন আকবর মঞ্জু, হাফিজ উল্লাহ খোকা, রাজীব ঘোষ, হিমেল খান, কাইয়ূম ভূইয়া, সৈকত প্রমূখ।