ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আমাদেরকে আরও কষ্টে রেখেছিলেন, ফখরুলকে কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭
  • ২১২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি সরকারে থাকাকালে বিরোধী দল আওয়ামী লীগকে অনেক কষ্টে রেখেছিল, সেই তুলনায় আওয়ামী লীগ বিএনপির সঙ্গে তেমন কিছুই করছে না বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার বিএনপিকে সমাবেশ করতে দিচ্ছে না বলে যে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটাও প্রত্যাখ্যান করেছেন ওবায়দুল কাদের। বলেছেন, সমাবেশের অনুমতি দেয়া না দেয়ার ব্যাপার পুলিশ প্রশাসনের, সরকারের কিছু করার নেই। গতকাল সন্ধ্যায় জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগ।

বিএনপি ৭ নভেম্বর উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ৮ নভেম্বর সমাবেশ করতে চেয়েছিল। পুলিশ অনুমতি দেয়নি। আগামী রবিবার সমাবেশ করতে চাচ্ছে বিএনপি। এ ব্যাপারে দুপুরে সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম আলমগীর বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন।

ফখরুলের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই আমরা যখন ২১ ফেব্রুয়ারি ধানমণ্ডির ২৩ নম্বরের বাসায় সমাবেশ করেছিলাম তখন আমাদের পুলিশ আক্রমণ করেছিল। তখন দেশে গণতন্ত্র কোথায় ছিল ? ২১ আগস্ট গ্রেনেড হামলা যখন চালিয়েছিল, সেখানে আমাদের ২২ জন নেতাকর্মী জান দিয়েছিলেন সেখানে গণতন্ত্র কোথায় ছিল ?’

কাদের বলেন, ‘আমরা বিরোধী দলে যখন ছিলাম তখন আমরা সমাবেশ করার জন্য পুলিশের কাছে বহুবার অনুমতি চেয়েও পাইনি। অনুমতি দিলেও স্লোগান দিয়ে আক্রমণ করে আমাদের সভা পণ্ড করে দিয়েছিল বিএনপি সরকার। আমরা আগেই বলেছি অনুমতি দেয়া না দেয়া পুলিশের ব্যাপার।’

সাধারণ সম্পাদক বলেন, ‘আজকের প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলের ছেলেরা আসছে। তারা জায়গা না পেয়ে দাঁড়িয়ে থেকেছে। আমরা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান অন্য কোথাও করার জন্য পুলিশকে বলেছিলাম। তারা নিরাপত্তার সংকট দেখিয়ে আমাদেরকে জাদুঘরে অনুষ্ঠানের জন্য অনুরোধ করলেন। পুলিশের কথানুযায়ী আমরা এখানেই অনুষ্ঠান করলাম। আমরা চাইলে উদ্যানেই অনুষ্ঠানটি করতে পারতাম। তাই বলে পুলিশের অনুমতি দেয়া কিংবা না দেয়ার সাথে দেশের গণতন্ত্র মেলানো মোটেও ঠিক নয়।’

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে কাদের বলেন, ‘আপনারা মরহুম জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে অনুমতি না দেয়ার ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন বিএনপিকে সমাধিতে শ্রদ্ধা জানানোর অনুমতি দেয়া হয়েছিল। বিএনপিকে বলা হয়েছিল যেহেতু সিপিএ সম্মেলন হচ্ছে তাই আপনারা নিরাপত্তার স্বার্থে স্বল্পসংখ্যক নেতাকর্মী নিয়ে শ্রদ্ধা জানান। অনুমতি দেয়া হলেও বিএনপি সমাধিতে না গিয়ে আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।’

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘আজ টুঙ্গিপাড়া সব বাঙালির তীর্থকেন্দ্রে পরিণত হয়েছে। যে টুঙ্গিপাড়া সবার কাছে নিষিদ্ধ ছিল। আজ ৩২ নম্বরের ভবন বিশ্বের বাঙালির কাছে নীরব স্তম্ভ। সোহরাওয়ার্দী উদ্যান চিরদিন বঙ্গবন্ধুর কথা বলে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আমাদেরকে আরও কষ্টে রেখেছিলেন, ফখরুলকে কাদের

আপডেট টাইম : ০৩:৩৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি সরকারে থাকাকালে বিরোধী দল আওয়ামী লীগকে অনেক কষ্টে রেখেছিল, সেই তুলনায় আওয়ামী লীগ বিএনপির সঙ্গে তেমন কিছুই করছে না বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার বিএনপিকে সমাবেশ করতে দিচ্ছে না বলে যে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটাও প্রত্যাখ্যান করেছেন ওবায়দুল কাদের। বলেছেন, সমাবেশের অনুমতি দেয়া না দেয়ার ব্যাপার পুলিশ প্রশাসনের, সরকারের কিছু করার নেই। গতকাল সন্ধ্যায় জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগ।

বিএনপি ৭ নভেম্বর উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ৮ নভেম্বর সমাবেশ করতে চেয়েছিল। পুলিশ অনুমতি দেয়নি। আগামী রবিবার সমাবেশ করতে চাচ্ছে বিএনপি। এ ব্যাপারে দুপুরে সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম আলমগীর বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন।

ফখরুলের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই আমরা যখন ২১ ফেব্রুয়ারি ধানমণ্ডির ২৩ নম্বরের বাসায় সমাবেশ করেছিলাম তখন আমাদের পুলিশ আক্রমণ করেছিল। তখন দেশে গণতন্ত্র কোথায় ছিল ? ২১ আগস্ট গ্রেনেড হামলা যখন চালিয়েছিল, সেখানে আমাদের ২২ জন নেতাকর্মী জান দিয়েছিলেন সেখানে গণতন্ত্র কোথায় ছিল ?’

কাদের বলেন, ‘আমরা বিরোধী দলে যখন ছিলাম তখন আমরা সমাবেশ করার জন্য পুলিশের কাছে বহুবার অনুমতি চেয়েও পাইনি। অনুমতি দিলেও স্লোগান দিয়ে আক্রমণ করে আমাদের সভা পণ্ড করে দিয়েছিল বিএনপি সরকার। আমরা আগেই বলেছি অনুমতি দেয়া না দেয়া পুলিশের ব্যাপার।’

সাধারণ সম্পাদক বলেন, ‘আজকের প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলের ছেলেরা আসছে। তারা জায়গা না পেয়ে দাঁড়িয়ে থেকেছে। আমরা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান অন্য কোথাও করার জন্য পুলিশকে বলেছিলাম। তারা নিরাপত্তার সংকট দেখিয়ে আমাদেরকে জাদুঘরে অনুষ্ঠানের জন্য অনুরোধ করলেন। পুলিশের কথানুযায়ী আমরা এখানেই অনুষ্ঠান করলাম। আমরা চাইলে উদ্যানেই অনুষ্ঠানটি করতে পারতাম। তাই বলে পুলিশের অনুমতি দেয়া কিংবা না দেয়ার সাথে দেশের গণতন্ত্র মেলানো মোটেও ঠিক নয়।’

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে কাদের বলেন, ‘আপনারা মরহুম জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে অনুমতি না দেয়ার ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন বিএনপিকে সমাধিতে শ্রদ্ধা জানানোর অনুমতি দেয়া হয়েছিল। বিএনপিকে বলা হয়েছিল যেহেতু সিপিএ সম্মেলন হচ্ছে তাই আপনারা নিরাপত্তার স্বার্থে স্বল্পসংখ্যক নেতাকর্মী নিয়ে শ্রদ্ধা জানান। অনুমতি দেয়া হলেও বিএনপি সমাধিতে না গিয়ে আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।’

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘আজ টুঙ্গিপাড়া সব বাঙালির তীর্থকেন্দ্রে পরিণত হয়েছে। যে টুঙ্গিপাড়া সবার কাছে নিষিদ্ধ ছিল। আজ ৩২ নম্বরের ভবন বিশ্বের বাঙালির কাছে নীরব স্তম্ভ। সোহরাওয়ার্দী উদ্যান চিরদিন বঙ্গবন্ধুর কথা বলে যাবে।