ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টার মধ্যে উৎপলকে ফিরিয়ে না দিলে কঠোর কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ সাংবাদিক উৎপল দাসকে ফিরিয়ে না দিলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। এসময় কান্না ভেজা কন্ঠে উৎপলকে ফিরিয়ে দেয়ার দাবি জানান তার পরিবারের সদস্যরাও।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত কর্মসূচিতে এ হুশিয়ারি দেয়া হয়।

এসময় সাংবাদিক নেতারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উৎপল দাসের সন্ধান চাই। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে। এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেয়া হবে। প্রয়োজনে রাস্তা অবরোধ করা হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, আজ আমরা খুব অসহায় বোধ করছি। কোন মুখে উৎপলের পরিবারের সামনে দাঁড়াবো। শুধু উৎপল নয় এর আগের এমন ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।

তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করে বুলবুল বলেন, আপনারা বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। প্রতিদিন সন্ধ্যায় আপনারা নাচ-গানের অনুষ্ঠান করছেন কিন্তু উৎপলের পরিবারের সাথে একবার দেখা করতে পারছেন না।

কর্মসূচিতে অন্যন্য বক্তারা বলেন, এতদিন সাংবাদিকেরা অন্যদের নিখোঁজ হওয়ার সংবাদ লিখে আসছেন। এখন তারা নিজেরাই এর শিকার। সাংবাদিক সমাজ উৎপলকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চান। তারা উৎপলকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক যুগ্ম মহাসচিব পুলক ঘটক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা,  সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক রাজীব আহমদ, উম্মুল ওয়ারা সুইটি, তাসকিনা ইয়াসমিনসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

২৪ ঘণ্টার মধ্যে উৎপলকে ফিরিয়ে না দিলে কঠোর কর্মসূচি

আপডেট টাইম : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ সাংবাদিক উৎপল দাসকে ফিরিয়ে না দিলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। এসময় কান্না ভেজা কন্ঠে উৎপলকে ফিরিয়ে দেয়ার দাবি জানান তার পরিবারের সদস্যরাও।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত কর্মসূচিতে এ হুশিয়ারি দেয়া হয়।

এসময় সাংবাদিক নেতারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উৎপল দাসের সন্ধান চাই। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে। এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেয়া হবে। প্রয়োজনে রাস্তা অবরোধ করা হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, আজ আমরা খুব অসহায় বোধ করছি। কোন মুখে উৎপলের পরিবারের সামনে দাঁড়াবো। শুধু উৎপল নয় এর আগের এমন ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।

তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করে বুলবুল বলেন, আপনারা বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। প্রতিদিন সন্ধ্যায় আপনারা নাচ-গানের অনুষ্ঠান করছেন কিন্তু উৎপলের পরিবারের সাথে একবার দেখা করতে পারছেন না।

কর্মসূচিতে অন্যন্য বক্তারা বলেন, এতদিন সাংবাদিকেরা অন্যদের নিখোঁজ হওয়ার সংবাদ লিখে আসছেন। এখন তারা নিজেরাই এর শিকার। সাংবাদিক সমাজ উৎপলকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চান। তারা উৎপলকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক যুগ্ম মহাসচিব পুলক ঘটক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা,  সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক রাজীব আহমদ, উম্মুল ওয়ারা সুইটি, তাসকিনা ইয়াসমিনসহ অনেকে।