হাওর বার্তা ডেস্কঃ সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কক্সবাজার রামু উপজেলা প্রতিনিধি দিদারুল আলম জিসানের উপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার ঠাকুরগাঁওয়ের সাংবাদিকবৃন্দ ও সুধীসমাজের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি শাকিল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি মনসুর আলী, দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন ফেরদৌস, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি এসএম জসিম উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কক্সবাজার জেলার রামু উপজেলা প্রতিনিধি দিদারুল আলম জিসানের উপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টা দুঃখজনক। সেই সাথে তারা ঘটনার তীব্র দিন্দা ও প্রতিবাদ জানান।
একই সময় বক্তারা ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন।
অন্যতায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন।