ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদির কনসার্টে গাইবেন পড়শী আসছে নতুন গান আ.লীগের রাজনীতি করা নিয়ে যা বললেন মান্না দোসরদের গ্রেফতার করা না গেলে মুক্তি পাবে না পুরান ঢাকার সাধারণ মানুষ সেলিমের চেয়েও ভয়ঙ্কর দুই পুত্র সোলায়মান ও ইরফান বাতাসে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি, ঢাকার অবস্থা কি শাকিবের ‘দরদ’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস ‘ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সফল হলেই ভারতের স্বার্থ রক্ষিত’ ভারতীয় ব্যবসায়ীর সাক্ষাৎকার আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ১২ বাংলাদেশি ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাক-স্বাধীনতার: প্রধান উপদেষ্টা আজিমপুরে ডাকাতির সময় অপহৃত সেই শিশু উদ্ধার

রংপুরে ২২২ কোটি টাকার আলু হিমাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ রংপুর অঞ্চলের আট জেলায় প্রায় ২০ লাখ টন আলু লোকসানের আশঙ্কায় হিমাগারে পড়ে আছে। এসব আলুর বাজার মূল্য প্রায় ২২২ কোটি ৮০ লাখ টাকা।

রংপুর বিভাগের হিমাগারের (কোল্ড স্টোরেজ) মালিক ও চাষীদের কাছে  থেকে এসব তথ্য জানা যায়। তারা বলছেন, গত মৌসুমে অধিক আলু উৎপাদিত হওয়ায় এখন বাজারে তেমন চাহিদা নেই। দামও নিম্নমুখী। এছাড়া কাঙ্খিত হারে আলু রপ্তানি না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হিমাগার মালিক ও আলু  চাষীরা জানান, অনেক স্থানে নতুন আলু রোপন শুরু হচ্ছে। কিন্তু এ বিপুল পরিমাণ আলু এখনই বিক্রি করতে না পারলে তা খাবার অনুপযোগী হয়ে পড়বে। এখন আলুর প্রকার ভেদে গড়ে ১১ হাজার ৩০০ টাকা প্রতি টন বিক্রি হচ্ছে। এ হিসেব মতে, যে পরিমাণ অবিক্রীত আলু এখন রংপুরের হিমাগারগুলোতে পড়ে আছে তার মূল্য প্রায় ২২২ কোটি ৮০ লাখ টাকা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ অঞ্চলের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। তাই কৃষকরা তাদের উৎপাদিত একটি ফসলের আয় থেকে পরের মৌসুমের ফসল উৎপাদন করে থাকেন। রংপুর অঞ্চলের প্রধান ফসল ধানের পরেই আলুর স্থান। এবারের বন্যায়  রোপা আমন ধানের ব্যাপক ক্ষতির পর কৃষকরা ভেবেছিলেন আলু চাষ করে এ ক্ষতি পুষিয়ে নিবেন। কিন্তু গত বছর আলুর বাজার দর ভালো থাকায় কৃষকরা বিপুল পরিমাণ আলু চাষ করে। যা চাহিদার তুলনায় অনেক বেশি। এ ছাড়া গত মৌসুমে বিদেশে আলু বেশি রপ্তানি করতে পারেনি ব্যবসায়ীরা। ফলে হিমাগারগুলোতে বিপুল পরিমাণ আলু অবিক্রীত অবস্থায় পড়ে আছে।

রংপুরের  হিমাগার  ব্যবসায়ী  মোস্তাফা আজাদ চোধুরী বাবু জানান, শুধু রংপুর অঞ্চলে নয়  দেশের সব হিমাগারে যে পরিমাণ আলু অবিক্রিত অবস্থায় পড়ে আছে তার পরিমাণ প্রায় ৪৫ লাখ টন হবে। তিনি বলেন, এ পরিস্থিতে যদি হিমাগারে অবিক্রীত অবস্থায় পড়ে থাকা আলু  নিয়ে  সরকারিভাবে কোন উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে আগামী মৌসুমে আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিবে চাষীরা।
তিনি জানান, দেশের সব হিমাগারের যে পরিমান আলু আছে তার আর্থিক মূল্য প্রায় ৫০০ কোটি টাকা দাঁড়াবে।

অপর হিমাগার ব্যবসায়ী মোশারব হোসেন জানান, সরকারের বিভিন্ন ত্রাণ কর্মসূচির মধ্যে  আলু সংযুক্ত করলে এ বিপুল পরিমাণ আলুর বিক্রির খাত তৈরি হবে। তা ভোক্তা হিসেবে এ অঞ্চলের মানুষ খাবে। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবেন। আর হিমাগার মালিকরা তাদের ভাড়াও আদায় করতে পারবেন। তা না হলে কৃষক ও আলু ব্যসায়ীরা হিমাগার থেকে আলু নিবেন না। ফলে হিমাগার মালিকদের কোটি কোটি টাকা লোকসান গুনতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌদির কনসার্টে গাইবেন পড়শী আসছে নতুন গান

রংপুরে ২২২ কোটি টাকার আলু হিমাগারে

আপডেট টাইম : ১২:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ রংপুর অঞ্চলের আট জেলায় প্রায় ২০ লাখ টন আলু লোকসানের আশঙ্কায় হিমাগারে পড়ে আছে। এসব আলুর বাজার মূল্য প্রায় ২২২ কোটি ৮০ লাখ টাকা।

রংপুর বিভাগের হিমাগারের (কোল্ড স্টোরেজ) মালিক ও চাষীদের কাছে  থেকে এসব তথ্য জানা যায়। তারা বলছেন, গত মৌসুমে অধিক আলু উৎপাদিত হওয়ায় এখন বাজারে তেমন চাহিদা নেই। দামও নিম্নমুখী। এছাড়া কাঙ্খিত হারে আলু রপ্তানি না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হিমাগার মালিক ও আলু  চাষীরা জানান, অনেক স্থানে নতুন আলু রোপন শুরু হচ্ছে। কিন্তু এ বিপুল পরিমাণ আলু এখনই বিক্রি করতে না পারলে তা খাবার অনুপযোগী হয়ে পড়বে। এখন আলুর প্রকার ভেদে গড়ে ১১ হাজার ৩০০ টাকা প্রতি টন বিক্রি হচ্ছে। এ হিসেব মতে, যে পরিমাণ অবিক্রীত আলু এখন রংপুরের হিমাগারগুলোতে পড়ে আছে তার মূল্য প্রায় ২২২ কোটি ৮০ লাখ টাকা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ অঞ্চলের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। তাই কৃষকরা তাদের উৎপাদিত একটি ফসলের আয় থেকে পরের মৌসুমের ফসল উৎপাদন করে থাকেন। রংপুর অঞ্চলের প্রধান ফসল ধানের পরেই আলুর স্থান। এবারের বন্যায়  রোপা আমন ধানের ব্যাপক ক্ষতির পর কৃষকরা ভেবেছিলেন আলু চাষ করে এ ক্ষতি পুষিয়ে নিবেন। কিন্তু গত বছর আলুর বাজার দর ভালো থাকায় কৃষকরা বিপুল পরিমাণ আলু চাষ করে। যা চাহিদার তুলনায় অনেক বেশি। এ ছাড়া গত মৌসুমে বিদেশে আলু বেশি রপ্তানি করতে পারেনি ব্যবসায়ীরা। ফলে হিমাগারগুলোতে বিপুল পরিমাণ আলু অবিক্রীত অবস্থায় পড়ে আছে।

রংপুরের  হিমাগার  ব্যবসায়ী  মোস্তাফা আজাদ চোধুরী বাবু জানান, শুধু রংপুর অঞ্চলে নয়  দেশের সব হিমাগারে যে পরিমাণ আলু অবিক্রিত অবস্থায় পড়ে আছে তার পরিমাণ প্রায় ৪৫ লাখ টন হবে। তিনি বলেন, এ পরিস্থিতে যদি হিমাগারে অবিক্রীত অবস্থায় পড়ে থাকা আলু  নিয়ে  সরকারিভাবে কোন উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে আগামী মৌসুমে আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিবে চাষীরা।
তিনি জানান, দেশের সব হিমাগারের যে পরিমান আলু আছে তার আর্থিক মূল্য প্রায় ৫০০ কোটি টাকা দাঁড়াবে।

অপর হিমাগার ব্যবসায়ী মোশারব হোসেন জানান, সরকারের বিভিন্ন ত্রাণ কর্মসূচির মধ্যে  আলু সংযুক্ত করলে এ বিপুল পরিমাণ আলুর বিক্রির খাত তৈরি হবে। তা ভোক্তা হিসেবে এ অঞ্চলের মানুষ খাবে। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবেন। আর হিমাগার মালিকরা তাদের ভাড়াও আদায় করতে পারবেন। তা না হলে কৃষক ও আলু ব্যসায়ীরা হিমাগার থেকে আলু নিবেন না। ফলে হিমাগার মালিকদের কোটি কোটি টাকা লোকসান গুনতে হবে।