হাওর বার্তা ডেস্কঃ এক দিনের সফরে আজ বুধবার ঢাকায় আসছেন চীনের এশিয়া বিষয়ক বিশেষ দূত সুন গুসিয়াং। তিনি পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয় অধিক গুরুত্ব লাভ করবে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, আজ বিকাল ৫টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকায় তার আর কোনো কর্মসূচি নেই।
জানা গেছে, বিশেষ দূতের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে চীনের সহায়তা চাইতে পারেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।
এও জানা গেছে, এবারের সফরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন চীনের এই বিশেষ দূত। কিন্তু তারা দুইজনই বিদেশ সফরে থাকায় তা হচ্ছে না।
এর আগে গত এপ্রিলে বাংলাদেশ সফরে এসেছিলেন সুন গুসিয়াং। তখন তিনি পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার বিরোধিতা করেছিলেন।