`দেশের চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় আদরের তিন/চার বছর বয়সী নাতিকে নিয়ে উপস্থিত হন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ সুরঞ্জিত সেন গুপ্ত।
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠির এ অনুষ্ঠান চলাকালীন নাতিকে নিয়ে উপস্থিত হওয়ায় সকলে খুব আনন্দ পেয়েছেন। কয়েক বার নাতির উৎপাত বন্ধ করতে গিয়ে ব্যর্থ হন সিনিয়র এ রাজনীতিবিদ।
প্রধান অতিথি দাদা সুরঞ্জিত যখন বক্তব্য দিচ্ছিলেন তখন নাতি আপন সুরে গান হৈ চৈ করছিল। মাঝে মাঝে দাদার হাতে থাকা মাক্রোফোনটি কেড়ে নিতে চাচ্ছিল। দাদার মুখে তাকিয়ে দাদাকে কথা বলাতে বাধার সৃষ্টি করে। আবার তার দাদার সামনে থাকা গণমাধ্যমের মাক্রোফোনগুলো কেড়ে নিতে চায়।
অনুষ্ঠানের এক আলোচক দাদা নাতিকে একসঙ্গে অনুষ্ঠানে দেখে বলেছিলেন, ধনীর হাতি আর সুরঞ্জিত দাদার নাতি। অনুষ্ঠানে নৌকা সমর্থক গোষ্ঠির সভাপতি ডা ইমদাদুল হক সেলিম ও অতিথি আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদকসহ অন্যরা সুরঞ্জিত সেনের নাতির উৎপাত আনন্দের সঙ্গে উপভোগ করেছেন।