বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সংখ্যা বেড়েই চলেছে আবাও

হাওর বার্তা ডেস্কঃ বেড়েই চলেছে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সংখ্যা। নদী পথে মৃত্যুর ঝুঁকি বেড়ে যাওয়ায় পাহাড়ী পথ দিয়ে মিয়ানমারের মংডু থেকে নতুন করে বান্দরবান ও কক্সবাজারের স্থল সীমান্ত দিয়ে আসছে লাখো রোহিঙ্গা।

নাফনদী ও সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যুর তালিকা দীর্ঘ হতে থাকায় মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গারা এবার বেছে নিয়েছে দুর্গম পাহাড়ী পথ। মিয়ানমারে নতুন করে রোহিঙ্গাদের উপর আগ্রাসন শুরু হওয়ায় জীবন বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশের সীমান্তের দিকে এগিয়ে আসছে।

এসব রোহিঙ্গারা বান্দরবানের আমতলী, বাইশফাড়ি ও তুমর্রু এবং কক্সবাজারের ফালংখালী, তাইংখালী, ও বালুখালী সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করছে। এছাড়া স্থল সীমান্তের দিকে অগ্রসর হওয়া রোহিঙ্গারা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সীমান্তের ৭ কিলোমিটার দুরবর্তী এলাকায় অবস্থান করছে বলে জানান স্থানীয়রা।

বাংলাদেশে আসা রোহিঙ্গারা জানায়, মিয়ানমারে যারা এখনও আছেন তারা অনেক বিপদে রয়েছেন। মংডু জেলার বলিবাজার এলাকায় আরো লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য রওনা হয়েছে বলেও জানা গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর