হাওর বার্তা ডেস্কঃ ‘ভয়েস অব হিউমিনিটি বাংলাদেশ এণ্ড হেল্প দ্যা রোহিঙ্গা হেল্প হিউমিনিটি কুমিল্লা ইউনিভার্সিটি’ এর যৌথ উদ্যোগে মিয়ানমার হতে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ফ্রি চিকিৎসা সহায়তা ও ত্রাণ বিতরণ করেছে। গতকাল শুক্রবার কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় শরণার্থী ক্যাম্পে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ এবং ত্রাণ বিতরণ করা হয় ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আকবর হোসেন এর নেতৃত্বে প্রায় ১০-১৫ জনের একটি মেডিকেল টিম এ চিকিৎসা সহায়তা দিচ্ছেন। জনাব আকবর বলেন, ‘শুধুমাত্র মানবিক দায়িত্ববোধ থেকেই রোহিঙ্গা শরণার্থীদের কাছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছি। তিনি আশা প্রকাশ করেন, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোও এই রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে।