ঘটনাটি ছিল চমকে দেওয়ার মতোই। তবে ঘটনা ঘটিয়ে ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু তাতেও মন টলাতে পারেননি ডিসিপ্লিনারি কমিটির। ঠিকই তারা ৪ ম্যাচ নির্বাসনের শাস্তি দিয়েছে।
ঘটনার নায়ক শাকিরার নাগর জেরার্ড পিকে। স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে লাইন্সম্যানকে গালিগালাজ করেছিলেন পিকে। সঙ্গে সঙ্গে লাল কার্ডও দেখেছিলেন। পিকের লাল কার্ড দেখার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তার দল। কিন্তু তাতে হিতে বিপরীত হয়েছে। রেফারি রিপোর্টে বলা হয়েছে পিকে অত্যন্ত অশ্লীল ভাষা ব্যবহার করেছেন।
ক্ষমা চেয়ে পিকে বলেছেন, ‘লাইন্সম্যানের সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে যে আচরণ করেছিলাম, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে যে ভাষা ব্যবহার করেছিলাম বলা হচ্ছে, আমি লাইন্সম্যানকে ওরকম কিছু বলিনি।’
ফলে সেল্টা ভিগোর বিরুদ্ধে ২৩ সেপ্টেম্বর স্প্যানিশ লিগের ম্যাচের আগে তাঁর মাঠে ফেরা হচ্ছে না।