ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চকরিয়ায় রেলওয়ের স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ৫ বার

কক্সবাজারের চকরিয়ায় সিএনজি চালিত অটোরিক্সা থামিয়ে আকতার হোসেন (৪০) নামের এক রেলওয়ে স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া-বদরখালী সড়কের ইলিশিয়া লম্বা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

ছুরিকাহত আকতার হোসেন চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের দক্ষিণ পুকুরিয়া পাড়ার বাসিন্দা ও রামু রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আকতার হোসেন রামুর কর্মস্থল থেকে বাড়িতে ফিরছিলেন। চিরিংগা সিএনজি চালিত অটোরিক্সা স্টেশন থেকে তিনি একটি অটোরিক্সাতে উঠেন। তাকে বহনকারী অটোরিক্সাটি চকরিয়া-বদরখালী সড়কের ইলিশিয়া লম্বা রাস্তার মাথায় পৌছালে একটি মাইক্রোবাস গতিরোধ করে। মাইক্রোবাস থেকে নেমে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত আকতার হোসেনের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন।

এক পর্যায়ে দুর্বৃত্তরা আকতার হোসেনকে ডান বাহু ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকে তাকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে রেফার করা হয়েছে।

কক্সবাজার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মেহেদী হাসান বলেন, ‘আকতার হোসেন কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। তবে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেতে তিনি দৌঁড়ে পালিয়ে যাওয়ায় তার পকেটে থাকা টাকা-মোবাইল নিতে পারেনি।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসব ঘটনার সাথে কারা জড়িত তা বের করতে পুলিশের সোর্স নিয়োজিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আহত আকতার হোসেনের পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা হিসেবে এন্ট্রি করা হবে। তারপরও পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

চকরিয়ায় রেলওয়ের স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত

আপডেট টাইম : ০৬:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় সিএনজি চালিত অটোরিক্সা থামিয়ে আকতার হোসেন (৪০) নামের এক রেলওয়ে স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া-বদরখালী সড়কের ইলিশিয়া লম্বা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

ছুরিকাহত আকতার হোসেন চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের দক্ষিণ পুকুরিয়া পাড়ার বাসিন্দা ও রামু রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আকতার হোসেন রামুর কর্মস্থল থেকে বাড়িতে ফিরছিলেন। চিরিংগা সিএনজি চালিত অটোরিক্সা স্টেশন থেকে তিনি একটি অটোরিক্সাতে উঠেন। তাকে বহনকারী অটোরিক্সাটি চকরিয়া-বদরখালী সড়কের ইলিশিয়া লম্বা রাস্তার মাথায় পৌছালে একটি মাইক্রোবাস গতিরোধ করে। মাইক্রোবাস থেকে নেমে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত আকতার হোসেনের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন।

এক পর্যায়ে দুর্বৃত্তরা আকতার হোসেনকে ডান বাহু ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকে তাকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে রেফার করা হয়েছে।

কক্সবাজার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মেহেদী হাসান বলেন, ‘আকতার হোসেন কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। তবে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেতে তিনি দৌঁড়ে পালিয়ে যাওয়ায় তার পকেটে থাকা টাকা-মোবাইল নিতে পারেনি।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসব ঘটনার সাথে কারা জড়িত তা বের করতে পুলিশের সোর্স নিয়োজিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আহত আকতার হোসেনের পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা হিসেবে এন্ট্রি করা হবে। তারপরও পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে।’