বুধবার উত্তর গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। এই এলাকায় বেশ কয়েকদিন মারাত্মক যুদ্ধের মধ্যে সামরিক বাহিনী এ তথ্য জানাল।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
নিহত তিন সেনার নাম স্টাফ সার্জেন্ট মাতিতাহু ইয়াকভ পেরেল (২২), স্টাফ সার্জেন্ট কানাও কাসা (২২), এবং স্টাফ সার্জেন্ট নেভো ফিশার (২০)।
তারা সবাই ইসরাইলি সেনাবাহিনীর ৪০১ তম আর্মার্ড ব্রিগেডের ৪৬ ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
আইডিএফের প্রাথমিক আইডিএফ তদন্ত অনুসারে, বেইট হ্যানউনে অপারেশন চলাকালীন সেনাদল বড় বিস্ফোরকের মাধ্যমে তীব্র বিস্ফোরণের মুখোমুখি হয়।
আইডিএফের মতে, হামাস কর্মীরা হালাওয়া স্কুলের মধ্যে কমান্ড সেন্টার পরিচালনা করছিল এবং ইসরাইলি সেনাদের বিরুদ্ধে রিকল্পনা ও হামলা চালানোর জন্য কমপ্লেক্সটি ব্যবহার করে আসছিল।
এছাড়া আগের দুই দিনে পৃথক ঘটনায় আরও তিন ইসরাইলি সেনা প্রাণ হারায়। গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরাইলের সেনার সংখ্যা এখন ৪০১।
তবে ফিলিস্তিনি মিডিয়ার মতে, ভবনটি বাস্তুচ্যুত গাজাবাসীদের জন্য আশ্রয়স্থল হিসেবেও কাজ করেছিল।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ইসরাইলি হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন।
আইডিএফ বলেছে যে তারা বেসামরিক ক্ষতি কমাতে অনেক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে বিমান নজরদারি এবং অন্যান্য বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে।