সূচকের লেনদেনে ব্যাপক দরপতন

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। সোমবার লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৩১২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৫৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৫২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৪ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় ১২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৬৪ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর