হাওর বার্তা ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীর ৮ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি এ দণ্ডাদেশ প্রদাণ করেন। দণ্ডিতরা হলো- ওই গ্রামের মৃত চাঁদ আলী জোয়ার্দ্দারের ছেলে আইয়ুব আলী জোয়ার্দ্দার ও তার স্ত্রী পারভীন আক্তার।
ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইনন্সপেক্টর রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ওই দুইজনকে আটক করে। পরে আদালত বসিয়ে দুইজনকেই ৮ মাস করে কারাদণ্ড প্রদাণ করেন।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান, আইয়ুব আলী জোয়াদ্দার দম্পতি দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর এলাকায় জমজমাট মাদকের ব্যবসা করে আসছে। এর আগেও পুলিশের হতে ধরা পড়ে নিয়মিত মামলা হয়। ৫ দিন জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে আবারো মাদক ব্যবসায় শুরু করে।