হাওর বার্তা ডেস্কঃ মিনা যাত্রার মধ্য দিয়ে আজ ৭ জিলহজ পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। নজিরবিহীন নিরাপত্তার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান সূর্যোদয়ের পর মসজিদুল হারাম থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার পথে যাত্রা করবেন। সেলাইবিহীন দুই টুকরো সাদা কাপড় পরে হজের নিয়তে তাদের মুখে থাকবে তালবিয়া ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদ্া ওয়ানিনমাতা লাকা ওয়াল মূলক, লা শারিকা লাকা’। অন্য দেশের হজযাত্রীদের মতো বাংলাদেশের লাখো হজযাত্রীও যাত্রা করবেন মিনার পথে। মিনায় পৌঁছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন হাজীরা। মিনায় ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য হাজীরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের দিকে। হজের অংশ হিসেবে হজযাত্রীরা ৭-১২ জিলহজ মিনা, আরাফাত, মুজদালিফায় অবস্থান করবেন। ৮ জিলহজ সারাদিন মিনায় থাকবেন। ৯ জিলহজ ফজরের নামাজ আদায় করে ১৪ কিলোমিটার দূরে আরাফাত ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। আরাফাত থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন হাজীরা। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন। মিনায় এসে বড় শয়তানকে পাথর মেরে, কোরবানি করে ও মাথা ন্যাড়া বা চুল ছেঁটে মক্কায় কাবাশরিফ তাওয়াফ করবেন। তাওয়াফ, সাঈ শেষে মিনায় ফিরে ১১ ও ১২ জিলহজ অবস্থান করবেন এবং প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন।
সংবাদ শিরোনাম
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৪৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭
- ৫৪৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ