হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) জন্য বাংলাদেশ দল নির্বাচন করতে গত ২৮ জুলাই থেকে শুরু হওয়া জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব গতকাল শনিবার শেষ হয়েছে। এবার নয়টি শহরে অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক পর্ব। গতকাল ছিল চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পর্ব। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে চট্টগ্রাম পর্ব এবং ময়মনসিংহ পর্ব এইচ এ ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত হয়।
ইতিমধ্যে ছয়টি অঞ্চলের ফলাফল প্রকাশিত হয়েছে। বাকি তিন অঞ্চলের ফলাফলও পাওয়া যাবে www.bdjso.org ওয়েবসাইটে। ১২ আগস্ট আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে ঢাকায় জাতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। প্রথম আলো এবং বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা আয়োজনে সহযোগিতা করছে। আয়োজনের পৃষ্ঠপোষক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। বিজ্ঞপ্তি