হাওর বার্তা ডেস্কঃ খুলনা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন বর্তমান অনির্বাচিত সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে। জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে তারা এখন বন্দুকের নলের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে। যে সংসদে ১৫৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেন তারা জনগণের কষ্ট দুঃখ কিভাবে অনুভব করবে। দেশের মানুষ আজ ভালো নেই উল্লেখ করে তিনি বলেন, বন্যা ভূমিধসে শ শ নিরীহ মানুষ মারা যাচ্ছে আর সরকারের দায়িত্বশীল পদে থাকা লোকজন আরাম আয়েশে দিনযাপন করছেন। জনবিচ্ছিন্ন এই সরকারের অত্যাচার অবিচারের বিরুদ্ধে আমাদের স্পাতকঠিন ঐক্য গড়ে তুলে আন্দোলনের মাধ্যমে তাদেরকে চিরতরে বিদায় করতে হবে। তিনি গতকাল শনিবার সকালে যশোরের চৌগাছা উপজেলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজের হলরুমে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউনুচ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদের সঞ্চালনায় প্রধান অতিথি আরও বলেন, গত ৩০ জুলাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির নতুন সদস্য সংগ্রহের শুভ উদ্বোধন করেন। এই এক মাসে অর্ধকোটি নতুন সদস্য ইতোমধ্যে বিএনপির পতাকাতলে আবদ্ধ হয়েছেন। সরকারের প্রতি অনাস্থা জানিয়ে দেশের মানুষ আজ বিএনপিতে যোগ দিচ্ছেন। দলের অস্বিত্ববোধ থেকে কর্মীদের প্রতি আনুগত্য থেকে দলকে সামেনর দিকে এগিয়ে নিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলে কর্মী সমর্থক যেমন লাখও তেমনি নেতাও অসংখ্য। তাই কমবেশি ভুল বোঝাবুঝি হতেই পারে। সেই ভুল বোঝা বুঝিকে পিছে ফেলে দলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বর্তমান প্রেক্ষাপটে স্পাতকঠিন ঐক্যের বিকল্প নেই। কেননা গত ১০ বছর দল ক্ষমতার বাইরে, এই ১০ বছরে অনির্বাচিত সরকার বিএনপির জনপ্রিয় সব নেতাদের গুম খুন করেছে। দেশের হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলার আসামি হয়ে আজও অনেকে বাড়ি ছাড়া। ঐক্যবদ্ধ হয়ে অবৈধ এই সরকারকে উৎখাত করে দেশে প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সামছুল হুদা, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড, মো. ইসহক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি এম.এ সালাম, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র সাহিদুল ইসলাম, পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এইচ রহমান খোকা ভাই, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুল হামিদ, ফুলসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ প্রমুখ। এ সময় জেলা বিএনপির নেতা গোলাম রেজা দুলু, আব্দুস সামাদ আজাদ, ঝিকরগাছা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার আলী, উপজেলা বিএনপির দফতর সম্পাদক চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সহ সভাপতি মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক নাজমুজ্জামান খোকন, বিএনপি নেতা বিএম আইনাল হোসেন, সর্দার আনিছুর রহমান, আব্দুল হাই, মোস্তফা রুহুল কুদ্দুস, প্রভাষক জহুরুল ইসলাম, আব্দুল লতিফ লতা, মজনুর রহমান, মিলন হোসেন, উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, স্বেচ্ছোসেবক দলের সভাপতি সাইফারুজ্জামান সাইফার, সাধারণ সম্পাদক জাফর আলী, জেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক আমির ফয়সাল, ছাত্রনেতা রিয়েল, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর সভার ৯টি ওয়ার্ডের বিএনপি ও তার সহযোগী সংগঠনের শ শ নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার আলী, প্রফেসর আক্তারুজ্জামান, সর্দার আনিছুর রহমান ও ফাতেমা বেগমের হাতে বিএনপির নবায়ন ফরম তুলে দেন। দীর্ঘ ৯ বছর পর সীমান্তবর্তী উপজেলা চৌগাছায় বিএনপির একটি বিশাল কর্মসূচি অনুষ্ঠিত হবে। তাই প্রত্যন্ত গ্রামাঞ্চলের নেতাকর্মীদের মাঝে দেখা দেয় উৎসবের আমেজ। এই কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির মাত্র ১৪২ জন নেতার উপস্থিত হওয়ার কথা সেখানে শ শ নেতাকর্মী দলে দলে যোগদান করেন। চৌগাছা স্বাধীনতা ভাস্কর্য মোড় থেকে তরিকুল ইসলাম পৌর কলেজ প্রায় দুই কিলোমিটার সড়ক ছিল নেতাকর্মীদের পদচারণায় মুখর। প্রশাসনের কড়াকড়িতে ঘরের চার দেয়ালের মাঝে এই কর্মসূচি শুরু হলেও নেতাকর্মীদের সরব উপস্থিতি এক সময় কলেজ মাঠ ভরে যায়। দীর্ঘদিন পর সকলে একত্রিত হতে পেরে একে অপরের সাথে কুশল বিনিময় করতে দেখা যায়।
সংবাদ শিরোনাম
বর্তমান অনির্বাচিত সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে: অমিত
- Reporter Name
- আপডেট টাইম : ০৬:১৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭
- ২৩৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ