হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার শীর্ষ চলচ্চিত্র পরিচালক কিম কি দুক সিনেমার শুটিং চলাকালে এক অভিনেত্রীর ওপর হামলা চালিয়েছেন, এই অভিযোগে কৌঁসুলিরা বৃহস্পতিবার তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছেন। দেশটির এক মুখপাত্র একথা জানান।
বার্তা সংস্থা ইয়োনহাপ জানাচ্ছে, এক অভিনেত্রী কিমের বিরুদ্ধে তাকে থাপ্পড় মারার অভিযোগ দায়ের করেন। প্রসিকিউটরদের কাছে দায়ের করা অভিযোগ পত্রে বলা হয়, ২০১৩ সালে ‘মোয়িবিয়াস’ চলচ্চিত্রের শুটিং চলাকালে সেটের সামনে এ ঘটনা ঘটে। পরিচালক তাকে নগ্ন দৃশ্যে অভিনয়ে বাধ্য করেন বলেও জানান ওই নারী।
এ ঘটনার পরপরই তিনি ওই চলচ্চিত্রে অভিনয় করা থেকে বিরত থাকেন। ফলে তার স্থলে আরেক অভিনেত্রীকে নেয়া হয়। সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট প্রসিকিউটর দপ্তরের মুখপাত্র এএফপিকে জানান, পরিচালক কিম কি দুকের বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে এবং এ মামলার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন কিম কি দুক। ২০১২ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভালে ‘পিয়েতা’র চলচ্চিত্রের জন্য তিনি গোল্ডেন লায়ন পুরস্কার পান। একই বছর তিনি ‘সামারিতান গার্ল’ চলচ্চিত্রের জন্য বার্লিনের সিলভার বেয়ার পুরস্কার জিতে নেন। এএফপি।