ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জন্মদিনের শ্রেষ্ঠ উপহারের অপেক্ষায় ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ  কোনো অভিনেত্রীর প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই যদি জন্মদিন উপলক্ষে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হয় তাহলে সেটা তার জীবনের অন্যতম একটি ঘটনা হিসেবেই বিবেচিত হওয়ার কথা। ভাবনার জীবনে যেন তাই ঘটতে যাচ্ছে।

আগামীকাল সারা দেশের ২৮টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্র। এতে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন ভাবনা। তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার পরমব্রত চট্টোপাধ্যায়।

‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রে ভাবনাকে দেখা যাবে নয়নতারা চরিত্রে। যেহেতু জীবনের প্রথম চলচ্চিত্র, তাই এটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। প্রিমিয়ার শো হওয়ার কথা ছিল না। কিন্তু যেহেতু আজ নায়িকার জন্মদিন। তাই নানাজনকে নিমন্ত্রণ করে বসুন্ধরা সিনেপ্লেক্সে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আয়োজন করা হয়েছে ভাবনা অভিনীত ‘ভয়ংকর সুন্দর’ ছবির প্রিমিয়ার শো। আর এটিকেই নিজের জীবনের সেরা মুহূর্ত হিসেবে বিবেচনা করছেন তিনি।

ভাবনা বলেন, ‘ভেবেছিলাম জন্মদিনটা সাদামাটাভাবেই খুব চাপের মধ্যে কাটবে। কিন্তু শেষমেশ আমার অভিনীত প্রথম চলচ্চিত্রের প্রিমিয়ার শো হতে যাচ্ছে আমারই জন্মদিনে। জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে। আমি পরিচালকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই সঙ্গে পুরো ভয়ংকর সুন্দর ইউনিটের প্রতিও কৃতজ্ঞ। আমার বিশ্বাস আজকের দিনে আমাকে দোয়া করতে, শুভেচ্ছা জানাতে এবং আমার অভিনীত প্রথম চলচ্চিত্রটি উপভোগ করতে আমার প্রিয়জনরা নিশ্চয়ই আসবেন। আমি সেই সুন্দর মুহূর্ত সবার সঙ্গে উপভোগ করার অপেক্ষায় আছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জন্মদিনের শ্রেষ্ঠ উপহারের অপেক্ষায় ভাবনা

আপডেট টাইম : ১২:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  কোনো অভিনেত্রীর প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই যদি জন্মদিন উপলক্ষে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হয় তাহলে সেটা তার জীবনের অন্যতম একটি ঘটনা হিসেবেই বিবেচিত হওয়ার কথা। ভাবনার জীবনে যেন তাই ঘটতে যাচ্ছে।

আগামীকাল সারা দেশের ২৮টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্র। এতে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন ভাবনা। তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার পরমব্রত চট্টোপাধ্যায়।

‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রে ভাবনাকে দেখা যাবে নয়নতারা চরিত্রে। যেহেতু জীবনের প্রথম চলচ্চিত্র, তাই এটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। প্রিমিয়ার শো হওয়ার কথা ছিল না। কিন্তু যেহেতু আজ নায়িকার জন্মদিন। তাই নানাজনকে নিমন্ত্রণ করে বসুন্ধরা সিনেপ্লেক্সে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আয়োজন করা হয়েছে ভাবনা অভিনীত ‘ভয়ংকর সুন্দর’ ছবির প্রিমিয়ার শো। আর এটিকেই নিজের জীবনের সেরা মুহূর্ত হিসেবে বিবেচনা করছেন তিনি।

ভাবনা বলেন, ‘ভেবেছিলাম জন্মদিনটা সাদামাটাভাবেই খুব চাপের মধ্যে কাটবে। কিন্তু শেষমেশ আমার অভিনীত প্রথম চলচ্চিত্রের প্রিমিয়ার শো হতে যাচ্ছে আমারই জন্মদিনে। জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে। আমি পরিচালকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই সঙ্গে পুরো ভয়ংকর সুন্দর ইউনিটের প্রতিও কৃতজ্ঞ। আমার বিশ্বাস আজকের দিনে আমাকে দোয়া করতে, শুভেচ্ছা জানাতে এবং আমার অভিনীত প্রথম চলচ্চিত্রটি উপভোগ করতে আমার প্রিয়জনরা নিশ্চয়ই আসবেন। আমি সেই সুন্দর মুহূর্ত সবার সঙ্গে উপভোগ করার অপেক্ষায় আছি।