হাওর বার্তা ডেস্কঃ ২ নভেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। আর সে কারণে খুব তাড়াতাড়ি দল গোছাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। বিদেশি খেলোয়াড় ভেড়ানো, দেশি ক্রিকেটারদের দলে রাখা। এমনকি ওপেনিং-বোলিং সেক্টর ঠিক করার কাজে নেমেছে দলগুলো।
সে ক্ষেত্রে পিছিয়ে নেই রংপুর রাইডার্স। শিরোপা জয়ের লক্ষ্যে এবার ভালো করেই মাঠে নেমেছে রংপুর। গত মে মাসে রংপুর রাইডার্সের মালিকানা নিজেদের করে নিয়েছিল বসুন্ধরা গ্রুপ। নতুন মালিকানায় দলটিতে যোগ হয়েছে নতুন আইকনও।
বিপিএলের পঞ্চম আসরে কুমিল্লা ছেড়ে রংপুর রাইডার্সের জার্সিতে দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজাকে। বিপিএল সিজন থ্রিতে দূর্বল দল নিয়েও তার জাদুর কাটিতে কুমিল্লাকে চ্যাম্পিয়ন
করেছিলেন এই মাশরাফি। তবে সিজন ফোরে দল মালিকের সঙ্গে মনোমালিন্যের ঘটনায় রংপুরে পাড়ি দিয়েছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন নিয়মে আইকন প্লেয়ারদের দাম নির্ধারণের ব্যাপারে স্বাধীনতা দিয়েছে কতৃপক্ষ। অর্থাৎ আইকনরা দল মালকদের সঙ্গে কথা বলে নিজেদের ইচ্ছামত দাম ঠিক করতে পারবেন। রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ককে। এর জন্য দলটিকে গুনতে হচ্ছে ৮৫ লাখ টাকারও বেশি।
বিপিএলের প্রথম আসরে না থাকলেও এরপর থেকেই সব আসরে ছিল রংপুর। তবে বিপিএলে বড় কোনো সাফল্য নেই দলটির। আগের আসরে দুর্দান্ত শুরু করেও সেটি ধরে রাখতে পারে নি রংপুর।
যার ফলে প্রথম রাউন্ডেই বিদায়ের ঘন্টি বাজে। তবে এবার ‘বসুন্ধরা গ্রুপ’ মালিকানায় আসার পর ভালোভাবেই দল গুছাচ্ছে দলটি। লক্ষ্য শিরোপা। সেই লক্ষ্য অর্জনে বড় অংক দিয়ে কুমিল্লা থেকে মাশরাফিকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি।
প্রসঙ্গত, এবারের বিপিএলে অংশ নেবে ৮টি দল। এছাড়াও বেশ কিছু পরিবর্তন এসেছে নতুন আসরটিতে। বিপিএল পঞ্চম আসরে ম্যাচের সংখ্যা ৬০। প্রথম পর্ব, এলিমিনেটর, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।
বিপিএলের গ্রাউন্ডস স্বত্ব পেয়েছে ঢাকা কমিউনিকেশন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিপিএলের তিনটি আসরের সম্প্রচার স্বত্ব পেয়েছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। তাদের মাধ্যমে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশনের কাছে তিন আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে।