সরকার ও জনগণের সেতুবন্ধনের দায়িত্ব পালন করে জেলা প্রশাসকরা

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকার এবং জনগণের মধ্যে সেতু বন্ধনের দায়িত্ব পালন করে থাকেন জেলা প্রশাসকরা।

জেলা প্রশাসক সম্মেলন- ২০১৭ উপলক্ষে আজ বুধবার মন্ত্রিপরিষদ সভা কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এক সভায় তিনি এ কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, দেশ এগিয়ে চলছে, ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছাবে। এক্ষেত্রে জেলা প্রশাসকগণ সরকারের সাথে ঐক্যবদ্ধ হয়ে যথাযথ ভাবে নিজ নিজ দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার পক্ষে দেশের উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব নয়। সেখানে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশ ও জাতির উন্নয়ন কার্যক্রমে জেলা প্রশাসকরা সুশীল সমাজের অংশ।

সভায় মন্ত্রিপষিদ সচিব মোহাম্মদ শফিউল আলমের পরিচালনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রি তাঁর বক্তব্যে সরকার বিব্রত হয় এবং মন্ত্রণালয়ের বদনাম হয় এমন কোন কাজ যেন জেলা প্রশাসক কর্তৃক সংঘটিত না হয় সে ব্যাপারে জেলা প্রশাসকগণকে সজাগ থাকার নির্দেশ দেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর