ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আ. লীগ আসলে পুরস্কার, বিএনপি থাকলে তিরস্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়। বিএনপি ক্ষমতায় থাকতে পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে আন্তর্জাতিকভাবে দেশকে তিরস্কৃত করে।

বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মৎস্য উৎপাদন ও মৎস্য সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়নে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১৯৯৭ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা মৎস্য অধিদফতরকে এডওয়ার্ড ট্রমা পুরস্কারে ভূষিত করে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়। বিএনপি যখন ক্ষমতায় ছিল পাঁচ বছরই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আন্তর্জাতিকভাবে তারা বাংলাদেশকে তিরস্কৃত করে। আর আওয়ামী লীগ থাকলে পুরস্কৃত হয়।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা প্রথমবার ক্ষমতায় এসে ১৯৯৮ সালে জাতীয় মৎস্যনীতি প্রণয়ন করি। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলমহল রক্ষা, সমাজভিত্তিক মাছ চাষ এবং মাছের প্রজননের অভয়াশ্রম তৈরি, এ সব কাজ আমরা করি।’

তিনি বলেন, ‘আমরা ২০০৮ সালে ক্ষমতায় এসে বিভিন্ন ক্ষেত্রে যেগুলো আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, সেদিকে বিশেষ দৃষ্টি দেই। দেশে মৎস্য চাষ এবং সম্পদের সঙ্গে প্রায় ১ কোটি ৮২ লাখ মানুষের জীবন-জীবিকা জড়িত রয়েছে। কাজেই আমাদের অর্থনৈতিক উন্নয়নে জিডিপিতে একটা বিরাট অংশ এই মৎস্য উৎপাদন থেকেই আসে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষের পুষ্টি চাহিদা এমন একটা সময় ছিল, মানুষ একবেলা  খেতে পেতো না। এত দরিদ্র মানুষ আমাদের দেশে ছিল। খাদ্য নিরাপত্তার জন্য ১৯৯৬ সালে ক্ষমতায় এসে গবেষণা শুরু করি। আপনারা জানেন, ৯৬ সালে ক্ষমতায় এসে আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি। শুধু খাদ্য দিলে হবে না, পুষ্টিও দিতে হবে। সেজন্য মৎস্য চাষের ওপরে আমরা গুরুত্ব দেই।’

বাংলাদেশের সমুদ্রসীমানার সম্ভাবনার কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সমুদ্রসীমা আইন করে দিয়ে যান। কিন্তু পঁচাত্তরের পরে জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়া সরকার তারা কোনও সময় এ বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি। ১৯৭৪ সালে জাতির পিতা সমুদ্রসীমা আইন করেন। আর ১৯৮২ সালে জাতিসংঘ সমুদ্রসীমা আইন করে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা ৯৬ সালে ক্ষমতায় এসে কিন্তু আমাদের সমুদ্রসীমার বিষয়ে উদ্যাগ নেই। দু’টি প্রতিবেশী দেশের কাছ থেকে আমাদের ন্যায্য হিস্যা আদায় করতে হবে। ২০০১ সালে আমরা ক্ষমতায় আসতে পারিনি। ২০০৯-এ যখন সরকার গঠন করি তখন দেখি, আমরা যেখানে রেখে এসেছিলাম, সেখানেই পড়ে আছে। আমরা উদ্যোগ নিলাম। দু’টি প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক আদালতে আইনি লড়াই করে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছি।’

তিনি বলেন, ‘সমুদ্র সম্পদকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে ব্যাপকভাবে ব্যবহার করতে পারি। সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগাতে হবে। এখানেও আমাদের বিশাল মৎস্য ভাণ্ডার আছে। গভীর সমুদ্রে মৎস্য আহরণের অভিজ্ঞতা আমাদের নাই। ইতোমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। একটা সার্ভে জাহাজ কিনেছি। তবে আমি মনে করি, একটা বড় সার্ভে জাহাজ এবং গবেষণা প্রয়োজন। সেই সঙ্গে এই সম্পদ কিভাবে আমরা কাজে লাগতে পারি, সেদিকে  বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি ভোক্তাদের মানসম্পন্ন চিংড়ি সরবরাহ করতে জাতীয় চিংড়ি নীতিমালা প্রণয়ন করি।বাগেরহাটে চিংড়ি গবেষণা ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করেছি। মৎস্য উৎপাদন বৃদ্ধি করা, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করণের লক্ষ্যে আমরা বিভিন্ন নীতিমালা ও গবেষণার ওপর জোর দিচ্ছি।’

মৎস্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মৎস্য রফতানির সময় আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই আমাদের বিরুদ্ধে কোনও প্রকার অভিযোগ না আসে। হঠাৎ মুনাফার লোভে কিছু কিছু মানুষের ভেজাল দেওয়ার প্রবণতা আছে। ভেজাল দিয়ে বেশি মুনাফা করতে গিয়ে নিজের ব্যবসারও সর্বনাশ, দেশেরও সর্বনাশ। এই পথে যেন কেউ না যান। সামান্য একটু মুনাফার লোভে নিজের ব্যবসাটা নষ্ট করবেন না। দেশের সম্মান নষ্ট করবেন না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিদেশে মাছ রফতানি করি। তার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। এক সময় ফরমালিন সম্পর্কে সবাই খুব উঠে-পড়ে উদ্বিগ্ন ছিল। আমরা কিন্তু ফরমালিন নিয়ন্ত্রণ করেছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মাটি সোনার মাটি। আমরা একটু চেষ্টা করলেই যে কোনও ফসল ফলাতে পারি। হাওর অঞ্চলে আমরা যে ফসল ফলাতে চাই, প্রায়ই সেখানে আগাম বন্যা হয় আর ফসল নষ্ট হয়। সেখানে মৎস্য চাষের ওপর গুরুত্ব দিতে হবে। শুধু মাছ উৎপাদন নয় সেগুলো সংরক্ষণ করা এবং প্রক্রিয়াজাত করা। সিলেট এবং উত্তরবঙ্গের রাজশাহী এবং রংপুর বিভাগে টেস্টিং ল্যাব থাকা দরকার।’

তিনি বলেন, ‘জাটকা ইলিশ না ধরা, মা ইলিশ রক্ষা করা। শ্রাবণ মাসে ইলিশ ধরা বন্ধ রাখাসহ বিভিন্ন পদক্ষেপের কারণে ১ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন বেড়েছে। ইলিশের সাইজটাও একটু বড় হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশাখ মাসে ইলিশ খাওয়ার একটা ধুম পড়েছিল। কোনও যুক্তি নেই। আমি আহ্বান করেছি, পহেলা বৈশাখে ইলিশ মাছ খেতে হবে এরকম কোনও কথা নেই। এ সকল পদক্ষেপের সুফল আমরা পাচ্ছি। আমি তো একেবারে বন্ধ করে দিয়েছি। বৈশাখে ইলিশ মাছ খাই না, খাবো না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আ. লীগ আসলে পুরস্কার, বিএনপি থাকলে তিরস্কার

আপডেট টাইম : ০৪:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়। বিএনপি ক্ষমতায় থাকতে পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে আন্তর্জাতিকভাবে দেশকে তিরস্কৃত করে।

বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মৎস্য উৎপাদন ও মৎস্য সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়নে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১৯৯৭ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা মৎস্য অধিদফতরকে এডওয়ার্ড ট্রমা পুরস্কারে ভূষিত করে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়। বিএনপি যখন ক্ষমতায় ছিল পাঁচ বছরই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আন্তর্জাতিকভাবে তারা বাংলাদেশকে তিরস্কৃত করে। আর আওয়ামী লীগ থাকলে পুরস্কৃত হয়।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা প্রথমবার ক্ষমতায় এসে ১৯৯৮ সালে জাতীয় মৎস্যনীতি প্রণয়ন করি। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলমহল রক্ষা, সমাজভিত্তিক মাছ চাষ এবং মাছের প্রজননের অভয়াশ্রম তৈরি, এ সব কাজ আমরা করি।’

তিনি বলেন, ‘আমরা ২০০৮ সালে ক্ষমতায় এসে বিভিন্ন ক্ষেত্রে যেগুলো আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, সেদিকে বিশেষ দৃষ্টি দেই। দেশে মৎস্য চাষ এবং সম্পদের সঙ্গে প্রায় ১ কোটি ৮২ লাখ মানুষের জীবন-জীবিকা জড়িত রয়েছে। কাজেই আমাদের অর্থনৈতিক উন্নয়নে জিডিপিতে একটা বিরাট অংশ এই মৎস্য উৎপাদন থেকেই আসে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষের পুষ্টি চাহিদা এমন একটা সময় ছিল, মানুষ একবেলা  খেতে পেতো না। এত দরিদ্র মানুষ আমাদের দেশে ছিল। খাদ্য নিরাপত্তার জন্য ১৯৯৬ সালে ক্ষমতায় এসে গবেষণা শুরু করি। আপনারা জানেন, ৯৬ সালে ক্ষমতায় এসে আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি। শুধু খাদ্য দিলে হবে না, পুষ্টিও দিতে হবে। সেজন্য মৎস্য চাষের ওপরে আমরা গুরুত্ব দেই।’

বাংলাদেশের সমুদ্রসীমানার সম্ভাবনার কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সমুদ্রসীমা আইন করে দিয়ে যান। কিন্তু পঁচাত্তরের পরে জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়া সরকার তারা কোনও সময় এ বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি। ১৯৭৪ সালে জাতির পিতা সমুদ্রসীমা আইন করেন। আর ১৯৮২ সালে জাতিসংঘ সমুদ্রসীমা আইন করে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা ৯৬ সালে ক্ষমতায় এসে কিন্তু আমাদের সমুদ্রসীমার বিষয়ে উদ্যাগ নেই। দু’টি প্রতিবেশী দেশের কাছ থেকে আমাদের ন্যায্য হিস্যা আদায় করতে হবে। ২০০১ সালে আমরা ক্ষমতায় আসতে পারিনি। ২০০৯-এ যখন সরকার গঠন করি তখন দেখি, আমরা যেখানে রেখে এসেছিলাম, সেখানেই পড়ে আছে। আমরা উদ্যোগ নিলাম। দু’টি প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক আদালতে আইনি লড়াই করে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছি।’

তিনি বলেন, ‘সমুদ্র সম্পদকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে ব্যাপকভাবে ব্যবহার করতে পারি। সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগাতে হবে। এখানেও আমাদের বিশাল মৎস্য ভাণ্ডার আছে। গভীর সমুদ্রে মৎস্য আহরণের অভিজ্ঞতা আমাদের নাই। ইতোমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। একটা সার্ভে জাহাজ কিনেছি। তবে আমি মনে করি, একটা বড় সার্ভে জাহাজ এবং গবেষণা প্রয়োজন। সেই সঙ্গে এই সম্পদ কিভাবে আমরা কাজে লাগতে পারি, সেদিকে  বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি ভোক্তাদের মানসম্পন্ন চিংড়ি সরবরাহ করতে জাতীয় চিংড়ি নীতিমালা প্রণয়ন করি।বাগেরহাটে চিংড়ি গবেষণা ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করেছি। মৎস্য উৎপাদন বৃদ্ধি করা, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করণের লক্ষ্যে আমরা বিভিন্ন নীতিমালা ও গবেষণার ওপর জোর দিচ্ছি।’

মৎস্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মৎস্য রফতানির সময় আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই আমাদের বিরুদ্ধে কোনও প্রকার অভিযোগ না আসে। হঠাৎ মুনাফার লোভে কিছু কিছু মানুষের ভেজাল দেওয়ার প্রবণতা আছে। ভেজাল দিয়ে বেশি মুনাফা করতে গিয়ে নিজের ব্যবসারও সর্বনাশ, দেশেরও সর্বনাশ। এই পথে যেন কেউ না যান। সামান্য একটু মুনাফার লোভে নিজের ব্যবসাটা নষ্ট করবেন না। দেশের সম্মান নষ্ট করবেন না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিদেশে মাছ রফতানি করি। তার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। এক সময় ফরমালিন সম্পর্কে সবাই খুব উঠে-পড়ে উদ্বিগ্ন ছিল। আমরা কিন্তু ফরমালিন নিয়ন্ত্রণ করেছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মাটি সোনার মাটি। আমরা একটু চেষ্টা করলেই যে কোনও ফসল ফলাতে পারি। হাওর অঞ্চলে আমরা যে ফসল ফলাতে চাই, প্রায়ই সেখানে আগাম বন্যা হয় আর ফসল নষ্ট হয়। সেখানে মৎস্য চাষের ওপর গুরুত্ব দিতে হবে। শুধু মাছ উৎপাদন নয় সেগুলো সংরক্ষণ করা এবং প্রক্রিয়াজাত করা। সিলেট এবং উত্তরবঙ্গের রাজশাহী এবং রংপুর বিভাগে টেস্টিং ল্যাব থাকা দরকার।’

তিনি বলেন, ‘জাটকা ইলিশ না ধরা, মা ইলিশ রক্ষা করা। শ্রাবণ মাসে ইলিশ ধরা বন্ধ রাখাসহ বিভিন্ন পদক্ষেপের কারণে ১ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন বেড়েছে। ইলিশের সাইজটাও একটু বড় হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশাখ মাসে ইলিশ খাওয়ার একটা ধুম পড়েছিল। কোনও যুক্তি নেই। আমি আহ্বান করেছি, পহেলা বৈশাখে ইলিশ মাছ খেতে হবে এরকম কোনও কথা নেই। এ সকল পদক্ষেপের সুফল আমরা পাচ্ছি। আমি তো একেবারে বন্ধ করে দিয়েছি। বৈশাখে ইলিশ মাছ খাই না, খাবো না।