বিএনপির মুখপাত্র ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে আবারো সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
ড. আসাদুজ্জামান রিপন আজ মঙ্গলবার বিকেলে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করা ও ‘প্রতিশোধ’ নেয়ার পথ পরিহার করতে সরকারের প্রতি আহবান জানান।
বিএনপির মুখপাত্র বলেন, সরকার এখনও মিথ্যা মামলায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য শামসুজ্জামান দুদু ও অধ্যাপক এম এ মান্নান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশিফা আশরাফি পাপিয়াসহ অসংখ্য নেতা-কর্মীকে বন্দী করে রেখেছেন।
আসাদুজ্জামান রিপন খুলনার শিশু রাকিবকে পায়ুপথে হাওয়া ঢুকিয়ে নির্মম ও পৈশাচিক কায়দায় হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ ঘটনায় বিএনপি মর্মাহত। আমরা এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
সংবাদ সম্মেলনে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি বিএনপির
- Reporter Name
- আপডেট টাইম : ১০:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫
- ৫৫৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ