হাওর বার্তা ডেস্কঃ শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭ বছর পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট ফিরে এসেছে। ওডিআই ক্রিকেট ফেরার ম্যাচে ৩১৬ রান তাড়া করে সফরের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথমবারের মত শ্রীলঙ্কার মাটিতে সবচেয়ে বেশি রান তারা করে জয়ের রেকর্ড তৈরি করল গ্রায়েম ক্রেমারের দল। স্বাগতিকদের বিপক্ষে এই দাপুটে জয়ে ইতিহাস তৈরি করেছে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার মাটিতে এটি ছিল ২৯৬তম ওয়ানডে। যার একটিতেও তিনশ রান তাড়ায় জয়ের কীর্তি ছিল না। শুক্রবার (৩০ জুন) গলে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে কুশল মেন্ডিস ৮৬, উপল থারাঙ্গা ৭৯* ও গুনাথিলাকা ৬০ রান করেন। জবাবে শুরুটা ভালো না হলেও ওপেনিংয়ে নামা সলোমন মীরের দুর্দান্ত শতক এবং সিকান্দার রেজা ও শন উইলিয়ামসের অর্ধশতকে ভর করে ৪৭ দশমিক ৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২২ রান করে সফরকারীরা। দলের পক্ষে মীর ১১২, রেজা ৬৭*, উইলিয়ামস ৬৫ ও ম্যালকম ওয়ালার ৪০* রান করেন। এ জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল র্যাঙ্কিংয়ে এগারোয় থাকা দল জিম্বাবুয়ে। পাশাপাশি বাংলাদেশকেও একটা উপহার দিয়েছে তারা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে এ ম্যাচ। এক ধাক্কায় দুই রেটিং পয়েন্ট কমে গেছে ৯১ তে নেমে গেছে শ্রীলঙ্কা। সিরিজের বাকি চার ম্যাচে জিম্বাবুয়েকে হারালেও বাংলাদেশকে আপাতত এ সিরিজে টপকে যেতে পারছে না শ্রীলঙ্কা। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩১৬/৫ (ডিকভেলা ১০, গুনাথিলাকা ৬০, মেন্ডিস ৮৬, থারাঙ্গা ৭৯*, ম্যাথিউস ৪৩, গুনারত্নে ২৮, মাদুশানাকা ১*; চাতারা ২/৪৯, টিরিপানো ০/৪৫, উইলিয়ামস ১/৫৭, ক্রেমার ১/৫৭, মীরে ১/৪৭, রাজা ০/৫৮)। জিম্বাবুয়ে: ৪৭.৪ ওভারে ৩২২/৪ (মাসাকাদজা ৫, মীরে ১১২, আরভিন ১৮, উইলিয়ামস ৬৫, রাজা ৬৭*, ওয়ালার ৪০*; মালিঙ্গা ১/৫১, প্রদিপ ০/৫২, দনঞ্জয়া ১/৬১, আপোন্সো ০/৭৭, গুনাথিলাকা ০/১৩, মাদুশানাকা ০/১৮, গুনারত্নে ২/৪৫)।
সংবাদ শিরোনাম
মীরের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রেকর্ড গড়া দাপুটে জয়
- Reporter Name
- আপডেট টাইম : ১১:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭
- ৩৮৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ