২০৪১ সালে অর্থনীতির আকার ২.৫ ট্রিলিয়ন ডলার হবে

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২০৪১ সালে স্বাধীনতার ৭০তম জয়ন্তীতে বাংলাদেশের অর্থনীতির আকার ২.৫ ট্রিলিয়ন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ১২ হাজার ডলারে উন্নীত হবে। এ সব আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সাংসদদের প্রশ্নের জবাব প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি এশিয়ার আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।  তিনি আরও বলেন, ‘ওই লক্ষ্য পূরণেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এ পর্যন্ত ৪টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের চূড়ান্ত লাইসেন্স প্রদান করা হয়েছে। সেইসঙ্গে ১০টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স প্রদান করা হয়েছে। এতে মোট ৭ হাজার ৭৮১ জনের কর্মসংস্থান তৈরি হয়েছে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর