ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

এগিয়ে থেকেও সতর্ক জিদান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭
  • ২৬০ বার

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাস। আর ফাইনালের অপর প্রতিপক্ষ হিসেবে নিজেদের নাম লেখানোর অপেক্ষায় রয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। প্রথম পর্বে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-০ জয় দিয়ে এগিয়ে রয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। তবে ফিরতি লেগের ম্যাচটিকে মোটেও সহজভাবে নিচ্ছেন না জিদান।
তবে দলটির কোচ জিদান জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগের ম্যাচটিকে মোটেও সহজভাবে নিচ্ছে না তারা। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপাবে তার দল।
এদিকে শেষ দুই চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে সাত গোল। দলের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ফের ফর্মে। এ রকম পরিস্থিতি রিয়াল মাদ্রিদ ম্যানেজারের কাছে আশীবার্দের মতোই। কিন্তু ম্যানেজারের নাম যখন জিনেদিন জিদান। তিনি অল্পেতে কী করে সন্তুষ্ট থাকবেন!
তিন গোলে এগিয়ে থেকেও বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় পর্বের আগে আত্মতুষ্ট হয়ে পড়ছেন না জিজু। রিয়াল ম্যানেজার বলছেন, ‘আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। অ্যাটলেটিকো গোল করার মরিয়া চেষ্টা করবেই। আমরাও তৈরি। আরও গোল করতে চাই এই ম্যাচে।’
গত শনিবার রিয়ালের রিজার্ভ বেঞ্চের সৌজন্যে গ্রানাডার বিরুদ্ধে ৪-০ জয় তুলে আনেন জিদান। যে ম্যাচে খেলেননি রোনালদো। স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী বিশ্রাম পেয়ে ইবিজাতেও ছুটি কাটান সি আর সেভেন। কিন্তু এই ম্যাচে আবার দলে ফিরতে চলেছেন পর্তুগিজ মহাতারকা।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কোনও ক্লাব পরপর দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি। কিন্তু রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোস বলছেন, ‘আমরা লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার ক্ষমতা রাখি। যখন কোনও সেমিফাইনালে খেলতে নামছি তখন একটা কোনও ভুল করা যাবে না। আমাদের লক্ষ্য হারালে চলবে না’। ম্যাচের আগে চোটের জন্য ছিটকে গিয়েছেন দানি কারভাহাল।
তিন গোলে পিছিয়ে থাকলেও অ্যাটলেটেকো মাদ্রিদ ম্যানেজার দিয়েগো সিমিওনে আবার মনে করছেন কোনও কিছুই অসম্ভব নয়। ‘অনেকের মনে হতে পারে আমাদের জেতা অসম্ভব। কিন্তু আমরা সেটা মনে করছি না,’ বলছেন সিমিওনে।
বুধবার (১০ মে) বাংলাদেশ সময় পৌনে একটায় অ্যাটলেটিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে মুখোমুখি হবে এ দুই দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

এগিয়ে থেকেও সতর্ক জিদান

আপডেট টাইম : ০৩:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাস। আর ফাইনালের অপর প্রতিপক্ষ হিসেবে নিজেদের নাম লেখানোর অপেক্ষায় রয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। প্রথম পর্বে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-০ জয় দিয়ে এগিয়ে রয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। তবে ফিরতি লেগের ম্যাচটিকে মোটেও সহজভাবে নিচ্ছেন না জিদান।
তবে দলটির কোচ জিদান জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগের ম্যাচটিকে মোটেও সহজভাবে নিচ্ছে না তারা। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপাবে তার দল।
এদিকে শেষ দুই চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে সাত গোল। দলের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ফের ফর্মে। এ রকম পরিস্থিতি রিয়াল মাদ্রিদ ম্যানেজারের কাছে আশীবার্দের মতোই। কিন্তু ম্যানেজারের নাম যখন জিনেদিন জিদান। তিনি অল্পেতে কী করে সন্তুষ্ট থাকবেন!
তিন গোলে এগিয়ে থেকেও বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় পর্বের আগে আত্মতুষ্ট হয়ে পড়ছেন না জিজু। রিয়াল ম্যানেজার বলছেন, ‘আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। অ্যাটলেটিকো গোল করার মরিয়া চেষ্টা করবেই। আমরাও তৈরি। আরও গোল করতে চাই এই ম্যাচে।’
গত শনিবার রিয়ালের রিজার্ভ বেঞ্চের সৌজন্যে গ্রানাডার বিরুদ্ধে ৪-০ জয় তুলে আনেন জিদান। যে ম্যাচে খেলেননি রোনালদো। স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী বিশ্রাম পেয়ে ইবিজাতেও ছুটি কাটান সি আর সেভেন। কিন্তু এই ম্যাচে আবার দলে ফিরতে চলেছেন পর্তুগিজ মহাতারকা।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কোনও ক্লাব পরপর দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি। কিন্তু রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোস বলছেন, ‘আমরা লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার ক্ষমতা রাখি। যখন কোনও সেমিফাইনালে খেলতে নামছি তখন একটা কোনও ভুল করা যাবে না। আমাদের লক্ষ্য হারালে চলবে না’। ম্যাচের আগে চোটের জন্য ছিটকে গিয়েছেন দানি কারভাহাল।
তিন গোলে পিছিয়ে থাকলেও অ্যাটলেটেকো মাদ্রিদ ম্যানেজার দিয়েগো সিমিওনে আবার মনে করছেন কোনও কিছুই অসম্ভব নয়। ‘অনেকের মনে হতে পারে আমাদের জেতা অসম্ভব। কিন্তু আমরা সেটা মনে করছি না,’ বলছেন সিমিওনে।
বুধবার (১০ মে) বাংলাদেশ সময় পৌনে একটায় অ্যাটলেটিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে মুখোমুখি হবে এ দুই দল।