৫৫ টাকায় চিনি ও ৮৫ টাকাই সয়াবিন বেচবে টিসিবি

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ১৫ মে থেকে বাজারদরের চেয়ে কম দামে রাজধানী ঢাকাসহ সারা দেশের ১৮৫টি স্থানে ভ্রাম্যমাণ বিপণন কেন্দ্রে সয়াবিন তেল, চিনি, মশুর ডাল, ছোলা ও খেজুর শুরু করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দেশের বিভাগীয় জেলা শহরে ১৮৫টি ভ্রাম্যমাণ ট্রাক, ২ হাজার ৮১১ জন পরিবেশক ও ১০টি খুচরা বিক্রয়কেন্দ্রের মাধ্যমে এ পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। প্রতিটি ট্রাকে ৩০০ থেকে ৪০০ কেজি করে দেওয়া হবে চিনি, ২৫০ থেকে ৩০০ কেজি মসুর ডাল, ৩০০ থেকে ৫০০ লিটার সয়াবিন তেল, ৩০০ থেকে ৪০০ কেজি ছোলা এবং ২০ থেকে ৩০ কেজি খেজুর থাকবে। এসব জায়গায় ক্রেতারা কেজিপ্রতি ৫৫ টাকা দরে দেশি চিনি, ৮০ টাকা কেজি দরে মাঝারি দানার মসুর ডাল, ৮৫ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৭০ টাকা কেজি দরে ছোলা ও ১২০ টাকা কেজি দরে ছোলা কিনতে পারবেন ক্রেতারা। একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ছোলা এবং ১ কেজি খেজুর কিনতে পারবেন। তবে বর্তমান বাজার মূল্য অনুযায়ী চিনি কেজিপ্রতি ৬৮-৭০ টাকায়, মাঝারি দানার মসুর ডাল ৯০-৯৫ টাকায়, সয়াবিন তেল লিটারপ্রতি ১০৪-১০৫ টাকায় ও ছোলা কেজি প্রতি ৮২-৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। রাজধানীর যেসব পয়েন্টে টিসিবির ভ্রাম্যমাণ বিক্রিয় কেন্দ্র থাকবে: সচিবালয় গেট, প্রেস ক্লাব, কাপ্তান বাজার, ছাপড়া মসজিদ ও পলাশী বাজার, সায়েন্স ল্যাব/সিটি কলেজ, নিউমার্কেট/নিলক্ষেত বাজার, শ্যামলী/মোহাম্মদপুর শিয়া মসজিদ রোড, জিগাতলা/কাউসার সুইটস/পোস্ট অফিস কলোনি, খামারবাড়ী, কলমীলতা বাজার, রজনীগন্ধা সুপার মার্কেট/কচুক্ষেত/ঢাকা ক্যান্টনমেন্ট, আগারগাঁও/তালতলা/নির্বাচন কমিশন কার্যালয়, আনসার ক্যাম্প/পাইকপাড়া বাজার, মিরপুর-১, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রী/মেরাদিয়া বাজার, বাংলাদেশ ব্যাংক/শাপলা চত্বর, মহাখালী কাঁচাবাজার, শেওড়াপাড়া, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজারসহ আরও কয়েকটি এলাকায় টিসিবির পণ্য পাওয়া যাবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর