জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের চারটি জেলার চার হাজার ১৯টি স্পটে তৃনমূল পর্যায়ের প্রায় ২৭লাখ সাধারণ মানুষ জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে সম্পৃক্ত হবেন।
সকাল ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রীর এ ভিডিও কনফারেন্স শুরু হবে। চলবে দুপুর ১২টা পর্যন্ত। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ার এক ঘণ্টা পূর্ব থেকে নির্ধারিত চার হাজারেরও বেশি স্পটে অনুষ্ঠিতব্য সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আলেম, পুরোহিত, শিক্ষক, নারীনেত্রী, সাংস্কৃতিক নেতৃবৃন্দগণ জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও মাদক বিরোধী বক্তব্য রাখবেন। এই সময় জাতীয় ও স্থানীয় উন্নয়ন কার্যক্রম ও বর্তমান সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপস্থিত জনতাকে অবহিত করা হবে।