নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বাংলায় কথা বললেন শেখ হাসিনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মলনে বাংলা ভাষায় ভারতীয়দের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চার দিনের সফরের দ্বিতীয় দিনে শনিবার দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রথমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় মোদী বলেন, বাংলাদেশ নিয়ে আমার মনে যেই অনুভূতি, আমি মনে করি একই উষ্ণ অনুভূতি রয়েছে পশ্চিম বাংলা সরকারের মমতা ব্যানার্জির মনে। তিনি জানান, শিগগির তিস্তা ইস্যুর একটা সমাধান হবে।

পরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শেষ পর্যায়ে বাংলা ভাষায় ভারতীয়দের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমি সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। পরে বাংলাতেই দু দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে জোর দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর