নদীরক্ষা বাঁধে ধস; ডুবে গেছে সুনামগঞ্জের হাওড়ের ফসল

বাঁধ মেরামত করে ফসল রক্ষার চেষ্টা। সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর, বিশ্বম্ভরপুরসহ কয়েকটি এলাকার চিত্র এখন মোটামুটি একইরকম।

কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানি বেড়েছে হাওর ও নদীতে। বাঁধ ভেঙে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের ফসল।

তাদের অভিযোগ, সময় মতো বাঁধ রক্ষা করা গেলে লোকসানের বোঝা কমানো সম্ভব।

সুনামগঞ্জের ৪২টি হাওরে ২২৫ টি প্রকল্প বাস্তবায়ন কমিটি করা হয়েছে। সেইসাথে ৪৮ কোটি টাকা ব্যয়ে ৭৬টি প্যাকেজে বোরো ধান রক্ষায় বাঁধ নির্মাণের কথা পানি উন্নয়ন বোর্ডের। ফেব্রুয়ারির মধ্যে এসব কাজ শেষ হওয়ার কথা থাকলেও অনেক বাঁধের কাজ এখনও শুরুই হয়নি।

সুনামগঞ্জ জেলাজুড়ে এবার বোরোর আবাদ হয়েছে প্রায় ২ লাখ ২১ হাজার হেক্টর জমিতে। কিন্তু এরই মধ্য বাঁধ ভেঙে তলিয়ে গেছে কয়েক হাজার জমির ফসল। কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ডুবে গেছে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরের হাজার হাজার হেক্টর জমির ফসল। কৃষকের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফলতির কারণে সময় মতো ফসল রক্ষা বাঁধ না হওয়ায় এই পরিণতি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর