জঙ্গিবিরোধী অভিযান সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকুন

জঙ্গিবিরোধী অভিযান সরাসরি সম্প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দফতর।

বুধবার বিকালে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে পুলিশ ও অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এর ফলে পুলিশের অপারেশনাল কার্যক্রম দারুনভাবে ব্যাহত হচ্ছে।

এছাড়া এ ধরনের সম্প্রচারের ফলে জনমনে ভীতি সঞ্চার এবং নিরাপত্তাহীনতাবোধ তৈরি হতে পারে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

যে কোনো স্থানে জঙ্গি আস্তানায় অভিযানকে কেন্দ্র করে গণমাধ্যমে কোনো ধরনের সরাসরি সম্প্রচার, ছবি, ভিডিও ফুটেজ ও স্ক্রল প্রচার করা থেকে বিরত থাকা, অপারেশনস্থলের আশেপাশে মিডিয়াকর্মীদের ভীড় না করার জন্যও এতে অনুরোধ করা হয়।

জঙ্গি সংক্রান্ত সংবাদ প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সঠিক তথ্য প্রচারের অনুরোধ করেছে পুলিশ সদর দফতর।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর