গোপালগঞ্জে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌঁড় প্রতিযোগিতা

গোপালগঞ্জের বলাকইড় বিলে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌঁড় প্রতিযোগিতা। স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে রোববার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে করপাড়া ইউনিয়নবাসী।
ঘোড় দৌড় প্রতিযোগিতায় ৯টি ঘোড়া অংশ নেয়। এ প্রতিযোগিতা দেখতে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়। দূর-দুরান্ত থেকে পায়ে হেঁটে ও স্থানীয় বাহনে চড়ে লোকজন আসে ঘোড় দৌঁড় দেখতে। এ প্রতিযোগিতায় যশোর, নড়াইল ও গোপালগঞ্জের ঘোড়া অংশ নেয়।
প্রতিযোগিতায় যশোরের ওসমান মিয়ার ঘোড়া প্রথম, যশোরের অভয়নগরের হাবিবুর রহমানের ঘোড়া দ্বিতীয় এবং একই এলাকার কালাচানের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে। বিজয়ীদেরকে রঙ্গিন টেলিভিশন পুরস্কার দেয়া হয়। অন্য ঘোড়ার মালিকদেরকেও শান্তনা পুরস্কার দেয়া হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর