জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সারাদেশের সব সরকারি হাসপাতালে আগামীকাল শুক্রবার (১৭ মার্চ) রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে আগামীকাল শুক্রবার সারাদেশে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সব সরকারি হাসপাতালে এই চিকিৎসা সেবা দেওয়া হবে। এ সময় রোগীদের কাছ থেকে হাসপাতালের নির্ধারিত ফি নেওয়া হবে না।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়াও সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সকল সরকারি হাসপাতাল/ক্লিনিক ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানসহ বহির্বিভাগ খোলা রাখা এবং জরুরি ও ইনডোর সেবা যথানিয়মে সার্বক্ষণিক চালু রাখতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সারাদেশের সব সরকারি হাসপাতালে রোগীদের উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। সূত্র: বাসস।
সংবাদ শিরোনাম
বঙ্গবন্ধুর জন্মদিনে সরকারি হাসপাতালে দেওয়া হবে বিনামূল্যে চিকিৎসাসেবা
- Reporter Name
- আপডেট টাইম : ১২:০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
- ৩২৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ