কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাহাদিয়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে উপজেলার বাহাদিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় । দেশের উন্নয়নে যুবকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি পুত্র রাসেল আহমেদ তুহিন। সরকারের ভিষণ ২১ বাস্তবায়নে যুবকদের আরো এগিয়ে এসে দেশ গড়ার কাজে সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন আজকের যুব ছাত্ররাই আগামী দিন সোনার বাংলা গড়ার কাজ করবেন।
তিনি আরো বলেন মাদক মুক্ত সমাজ গড়তে যুব সমাজের এগিয়ে আসার আহবান জানান।
শহীদ মোমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অধ্যাপক মো. হাদিউল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের পুত্র ও রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক মো. রাসেল আহমেদ তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এম পি শামসুল হক গোলাপ মিয়ার পুত্র একেএম দিদারুল হক দিদার, বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাব উদ্দিন, জেলা শিক্ষা তহবিলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনি, জেলা যুবলীগের সহ সভাপতি আবদুস ছাত্তার, কার্যকরি সদস্য শফিকুল ইসলাম মানিক প্রমুখ।
এ সময় মজিতপুর জাগরণ ফুটবল একাদশ বনাম চরটেকী স্টুডেন্ট ক্লাব ফুটবল একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। খেলায় ১-০ গোলে চরটেকী স্টুডেন্ট ক্লাব একাদশ জয়লাভ করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী দলকে একটি এলইডি টিভি ও রানার্স আপ দলকে পুরস্কার হিসেবে একটি গোল্ডকাপ প্রদান করেন।
সংবাদ শিরোনাম
দেশের উন্নয়নে যুবকদের ঐক্যবদ্ধ আহবান জানিয়েছেন : রাসেল আহমেদ তুহিন
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
- ৩২১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ