গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামীকাল বৃহস্পতিবার বিএনপি দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। কেন্দ্রীয়ভাবে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই কর্মসূচি পালন করবে দলটি।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকার জনগণের পকেট কেটে টাকা তুলে নেবে। গণবিরোধী সরকারের এই সিদ্ধান্ত জনগণের যে দুর্ভোগ সৃষ্টি করেছে, এই সরকারের অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপি দুই ঘণ্টার এই অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালন করবে।’