ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোগ পরীক্ষার ফি নির্ধারণে নীতিমালা হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • ২৫৫ বার

বেসরকারি হাসপাতালগুলোতে রোগ পরীক্ষার ফি নির্ধারণে নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সরকারি হাসপাতালে রোগ পরীক্ষার ফি নির্ধারণ করা আছে। কিন্তু বেসরকারি হাসপাতালগুলো ইচ্ছেমতো ফি নিচ্ছে। এটা চলতে পারে না।

বুধবার সচিবালয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বেসরকারি হাসপাতালগুলোতে একই পরীক্ষার ভিন্ন ভিন্ন ফি নেয়া হয়। তারা কেন এমন করে আমি বুঝি না। হাসপাতালগুলোর মালিকদের ডাকা হবে। তাদের নিয়ে বৈঠক করে এ বিষয়ে নীতিমালা করা হবে।’

হাসপাতালে চিকিৎসকরা সময় দিচ্ছে না। নামমাত্র অফিস করে তারা প্রাইভেট প্রাকটিসে চলে যায়। এ বিষয়ে কোনো নজরদারি সরকার কবে কি না’- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ডাক্তারদের মধ্যে অনেকেই সময়মতো অফিস করেন না, এমন অভিযোগ সত্য। তবে এ বিষয়ে নজরদারি বাড়ানো হবে। যাতে এমনটি না হয়।’

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, সরকার একটি ডায়াগনস্টিক সেন্টার করছে, যা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করবে।

সারাদেশের হাসপাতালগুলোতে অবেদনবিদের সংকটের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অবেদনবিদ দরকার ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০, কিন্তু আছে পাঁচশর মতো। তবে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা আশা করছেন, এক-দেড় বছরের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

চিকিৎসাশাস্ত্রের মৌলিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক সংকট নিরসনেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব সিরাজুল ইসলামসহ আরও কয়েকজন বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রোগ পরীক্ষার ফি নির্ধারণে নীতিমালা হচ্ছে

আপডেট টাইম : ১২:২৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭

বেসরকারি হাসপাতালগুলোতে রোগ পরীক্ষার ফি নির্ধারণে নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সরকারি হাসপাতালে রোগ পরীক্ষার ফি নির্ধারণ করা আছে। কিন্তু বেসরকারি হাসপাতালগুলো ইচ্ছেমতো ফি নিচ্ছে। এটা চলতে পারে না।

বুধবার সচিবালয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বেসরকারি হাসপাতালগুলোতে একই পরীক্ষার ভিন্ন ভিন্ন ফি নেয়া হয়। তারা কেন এমন করে আমি বুঝি না। হাসপাতালগুলোর মালিকদের ডাকা হবে। তাদের নিয়ে বৈঠক করে এ বিষয়ে নীতিমালা করা হবে।’

হাসপাতালে চিকিৎসকরা সময় দিচ্ছে না। নামমাত্র অফিস করে তারা প্রাইভেট প্রাকটিসে চলে যায়। এ বিষয়ে কোনো নজরদারি সরকার কবে কি না’- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ডাক্তারদের মধ্যে অনেকেই সময়মতো অফিস করেন না, এমন অভিযোগ সত্য। তবে এ বিষয়ে নজরদারি বাড়ানো হবে। যাতে এমনটি না হয়।’

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, সরকার একটি ডায়াগনস্টিক সেন্টার করছে, যা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করবে।

সারাদেশের হাসপাতালগুলোতে অবেদনবিদের সংকটের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অবেদনবিদ দরকার ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০, কিন্তু আছে পাঁচশর মতো। তবে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা আশা করছেন, এক-দেড় বছরের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

চিকিৎসাশাস্ত্রের মৌলিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক সংকট নিরসনেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব সিরাজুল ইসলামসহ আরও কয়েকজন বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ।