বিশেষজ্ঞ কমিটির তালিকা অনুযায়ী ২৮টি ওষুধ কোম্পানির পেনিসিলিন ও ক্যান্সার জাতীয় ওষুধ উৎপাদন ও বাজারজাত করণ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই আদেশ প্রতিপালন করতে স্বাস্থ্য অধিদফতরের মহা পরিচালক ও ওষুধ অধিদফতরের মহা পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ।
সম্প্রতি হাইকোর্ট ২০টি কোম্পানির সকল ধরণের ওষুধ ও ১৪টি কোম্পানির সব ধরণের এন্টিবায়োটিক উৎপাদন বন্ধ ঘোষণা করে রায় দেয়।