অতিরিক্ত সচিব হলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলামকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক আদেশে জানিয়েছে, তথ্য ক্যাডারের কর্মকর্তা নজরুল ইসলামকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় প্রেষণে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

গত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত আছেন নজরুল ইসলাম। তিনি ওই সময় প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের প্রেস উইংয়ে কর্মরত ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নজরুল ইসলামের মেয়াদ ফের বৃদ্ধি করা হয়।

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে নজরুলকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ক্যাডারের মূল পদে ফিরতে হবে বলে উল্লেখ করা হয়েছে আদেশে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে আছেন ইহসানুল করিম। এই অনুবিভাগে চারজন উপ-প্রেস সচিব, দুইজন সহকারী প্রেস সচিবসহ মোট ১১ জন কর্মরত।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর