বাকৃবিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুক্রবার সকালে বাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল সংলগ্ন মাঠে পার্শ্ববর্তী বয়রা গ্রামের লিটন নার্সারির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ইংরেজি নতুন বছর উপলক্ষে গত ৬ জানুয়ারি থেকে শুরু হয় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ৯৬টি মোরগ অংশ গ্রহণ করে। তিন রাউন্ড খেলা শেষে ১২ টি মোরগ অবশিষ্ট রয়েছে। পরবর্তী তিন শুক্রবারে আরও তিন রাউন্ড শেষে ১৭ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ফাইনালে বিজয়ীদের মোটরসাইকেল, ফ্রিজ ও এল.ই.ডি টেলিভিশন দেয়া হবে। ভিন্ন ধর্মী এ প্রতিযোগিতা উপভোগ করতে প্রতি শুক্রবার ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের প্রচুর মানুষ ভিড় জমায়।

উদ্যোক্তা লিটন নার্সারির মালিক মো. লিটন মিয়া বলেন, মোরগ লড়াই একটি পুরনো ঐতিহ্য। ঐতিহ্যকে ধরে রাখতে এ লড়াইয়ের আয়োজন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর