বঙ্গভবনে যাচ্ছেন খালেদা জিয়া

নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে বসতে বঙ্গভবনে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির পক্ষ থেকে এ সংলাপে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে সার্চ কমিটির জন্য চারজন সাবেক প্রধান বিচারপতির নাম প্রস্তাব করবে বলে জানা গেছে।

এর আগে, সংলাপের জন্য রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়ার স্বাক্ষরিত এক চিঠিতে বিএনপিকে বলা হয়েছে,

১৫ ডিসেম্বরের মধ্যে ১০ সদস্যের প্রতিনিধি দলের নামের তালিকা বঙ্গভবনে পাঠাতে।

এ প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আমরা রাষ্ট্রপতির আমন্ত্রণপত্র হাতে পেয়েছি। এখন দলের চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করে কারা কারা সেখানে যাব তা চূড়ান্ত করবো।

তিনি আরো বলেন, নতুন সার্চ কমিটিতে কারা থাকবেন তার একটি তালিকার প্রস্তাবও আমরা করবো। তবে এ বিষয়টি এখনো চূড়ান্ত করা হয় নি।

তবে, সার্চ কমিটি গঠনে চার সদস্যের সাবেক প্রধান বিচারপতির নাম প্রস্তাব করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া বলে জানা গেছে দলের একাধিক সূত্র থেকে।

এদিকে সোমবার বেলা আড়াইটার দিকে রাষ্ট্রপতির কার্যালয়ের ওই চিঠিটি গ্রহণ করেন রুহুল কবির রিজভী।

তিনি জানান, নির্বাচন কমিশন গঠনে মহামান্য রাষ্ট্রপতির এটি প্রাথমিক পদক্ষেপ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর