দূর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ সরকারি কর্মকর্তাদের সমালোচনা করে বলেছেন, সরকারি অফিসাররা এখানে বসে সুন্দর সুন্দর কথা বললেন। কিন্তু অফিসে বসলে আপনাদের চেহারা পাল্টে যায়। এটা দু;খ জনক।
শনিবার সকাল এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় দুদকের ৩৪ তম গণশুনানি চলাকালে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ মন্তব্য করেন।
সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ মিথ্যা বলেন না। আপনারা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমান দিন। আমরা তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করবো।
গণশুনানিতে অংশ নেয়া সরকারি কর্মকর্তাদের সংশোধন হওয়ার হুঁশিয়ারী দিয়ে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক মাস সময় বেঁধে দেন।
সোনারগাঁও উপজেলা প্রশাসনের পাচঁটি বিভাগের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এ গণশুনানিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, ভূমি অফিসের তহসিলদার, নায়েব, ভুমি রেজিষ্ট্রি অফিসের রেজিষ্টার, পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের বিভিন্ন অনিয়ম দুনীর্তি ও গ্রাহক হয়রানির নানা চিত্র ফুটে উঠে।