জাতীয়করণ কলেজের শিক্ষকদের শিক্ষা ক্যাডারদের অন্তভুক্ত না করার দাবি জানিয়েছেন বিবিএস সাধারণ শিক্ষা সমিতি। একইসঙ্গে আগামী ৩১ ডিসেম্বর (শনিবার)-এর মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার আহ্বান জানিয়েছেন তারা। বৃহস্পাতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে বিসিএস শিক্ষকদের সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে সমিতির সভাপতি অধ্যাপক আইকে সেলিমুল্লাহ খোন্দকার বলেন, বিসিএস পরীক্ষায় কৃতকার্য ছাড়া কোনো শিক্ষককে ক্যাডারভুক্ত করলে আমরা তা মেনে নেব না।
শিক্ষানীতির আলোকে নতুন নীতিমালা প্রণয়ণের দাবি জানিয়ে তিনি বলেন, এসব শিক্ষকদের সরকারি কলেজে বদলি-পদায়ন করা হলেও তারা ক্যাডার অন্তভুক্ত হবে না। তাদের জন্য নতুন নীতিমালা করে এমপিও সুবিধার সঙ্গে বাড়তি সুবিধা প্রদান করার সুপারিশ জানান তিনি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ওয়াহেদুজ্জান বলেন, বিসিএস শিক্ষকদের এটি যৌক্তিক দাবি। শিক্ষকদের দাবি পূরণে আমাদের পক্ষ থেকে সকল সহযোগিতা অবহ্যত থাকবে।