জেলা নগরীর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র (চার্জ) গ্রহণ করে বিচার শুরু করেছেন আদালত।
মামলার একমাত্র আসামি ছাত্রলীগ নেতা বদরুল আলমের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর মূখ্য বিচারিক হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে অভিযোগপত্র গ্রহণ করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, মামলার পরবর্তী তারিখ ৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ওইদিন থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, আদালত বদরুলের বিরুদ্ধে ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারায় চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। মামলায় সাক্ষী করা হয়েছে খাদিজাসহ ৩৬ জনকে।
এদিকে আসামি বদরুলের পক্ষে তার আইনজীবী সাজ্জাদুর রহমান আদালতে জামিন আবেদন জানালে আদালত তার জামিন নামঞ্জুর করেন।
গত ১৫ নভেম্বর মঙ্গলবার বদরুলের বিরুদ্ধে প্রদানকৃত চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেছিলেন সিলেট অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালত।
ওইদিনই আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা চার্জশিট গ্রহণ শেষে বিচার শুরুর জন্য ২৯ নভেম্বর পরবর্তী কার্যদিবস ধার্য করেছিলেন।
এর আগে গত ৮ নভেম্বর আলোচিত এই মামলার একমাত্র আসামি ছাত্রলীগ নেতা বদরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম এমসি কলেজের পুকুর পাড়ে নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। ঘটনার পরপরই অন্যান্য শিক্ষার্থীরা বদরুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় পরদিন খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।