কর্তব্যরত নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ৬০ লাখ টাকা অনুদান

কর্তব্যরত অবস্থায় নিহত ও আহত হওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্য ও তাদের পরিবারের মাঝে মোট ৬০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টর্সে এক অনুষ্ঠানে ডিএমপিতে কর্তব্যরত অবস্থায় নিহত,আহত ২৩ জন পুলিশ সদস্য ও তাদের পরিবারের মাঝে ওয়েলফেয়ার এন্ড পেনশন তহবিল হতে প্রাপ্ত অর্থ থেকে এ অনুদান প্রদান করা হয়।

এ সময় পুলিশ সদস্য ও তাদের পরিবারের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, দেশ ও জাতির সেবা করার জন্য যে সকল পুলিশ সদস্য তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সে সাথে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আত্মত্যাগ করেছেন,আমরা তাদের কে ফিরিয়ে দিতে পারবো না। তবে তাদের পরিবারের পাশে আমরা সব সময় আছি এবং থাকবো। আপনাদের যে কোন সমস্যা আমাদের জানাবেন।আমরা আপনাদের সর্বাত্মক সাহায্য করবো।

তিনি গুলশান হলি আর্টিজেন বেকারীতে সন্ত্রাসীদের আক্রমনে নিহত সিনিয়র এসি মোঃ রবিউল করিমের নবজাতক মেয়ের মাথায় হাত বুলিয়ে তাদেরকে সান্তনা দেন।

অনুষ্ঠানে আরও ছিলেন ডিএমপি হেডকোয়ার্টার্সে উধ্বর্তন কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর