ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিক ও মাধ্যমিকে ৩৬ কোটি ২১ লাখ বই বিনামূল্যে দেবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০১৬
  • ৩০১ বার

রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আগামী জানুয়ারিতে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই বিনামূল্যে বিতরণ করবে সরকার। নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি, ২০১৭) বই উৎসবের মাধ্যমে তা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, ২০১৭ শিক্ষাবর্ষের জন্য সকল বই প্রস্তুত হয়েছে। ইতোমধ্যে ২০ কোটির বেশি বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। বাকি বইও শিগগিরই মধ্যেই পৌঁছে যাবে।
এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘আশি শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। বাকি ১৬ কোটি বই আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে দেশের সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে।’
তিনি জানান, ‘প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, এসএসসি কারিগরি, ইবতেদায়ী, দাখিল ও দাখিল কারিগরি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং দৃষ্টি প্রতিবন্ধী মোট ৪ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যের এসব বই বিতরণ করা হবে।’
এনসিটিবির একটি সূত্র জানায়, সৃজনশীল পদ্ধতির জটিলতা নিরসনে শিক্ষকদের সহায়তার জন্য এই প্রথমবারের মতো শিক্ষা সহায়িকা গাইড তৈরি করা হচ্ছে। এই গাইড অনুসরণ করলে সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীদের পড়াতে শিক্ষকদের কোনও সমস্যা হবে না।
এনসিটিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য ‘শিক্ষক নির্দেশিকা’ শিরোনামে ৬০ লাখ ১ হাজার ২৪টি এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য ‘শিক্ষক ও শিক্ষাক্রম গাইড’ শিরোনামে ৪৬ লাখ ৬৬ হাজার ৬৬৪টি বই করা হয়েছে।

শিক্ষকরা যদি শিক্ষা সহায়িকা গাইড ফলো করেন, তাহলে শিক্ষার্থীদের জন্য সৃজনশীল পদ্ধতি বুঝতে আর অসুবিধা হওয়ার কথা নয়। এতে শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগী হয়ে উঠবে। ক্লাসে উপস্থিতিও বাড়বে।

এনসিটিবি চেয়ারম্যান জানান, এবার প্রাক-প্রাথমিক স্তরের ৩২ লাখ ৬২ হাজার ৮৬৪ জন শিক্ষার্থীর জন্য ১ কোটি ৫ লাখ ৫ হাজার ৮৬২টি, প্রাথমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) স্তরের ২ কোটি ১৭ লাখ ২১ হাজার ১২৯ জন শিক্ষার্থীর জন্য ১০ কোটি ৫২ লাখ ৩৬ হাজার ৭৯৭টি বই মুদ্রণ ও বাঁধাই করা হয়েছে।

মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) স্তরের ১ কোটি ২০ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থীর জন্য ১৭ কোটি ৬৮ লাখ ৩০ হাজার ৩৬৮টি বই মুদ্রণ ও বাঁধাই করা হয়েছে।

এছাড়া, ইবতেদায়ী ও দাখিল স্তরের ৫৩ লাখ ৫৭ হাজার ২১ জন শিক্ষার্থীর জন্য ৫ কোটি ৭১ লাখ ৯৭ হাজার ৮৫৫টি, কারিগরি ট্রেড স্তরের ২ লাখ ১০ হাজার ৭৭৫ জন শিক্ষার্থীর জন্য ৯ লাখ ২১ হাজার ১১০টি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৪ হাজার ৬৪১ জন শিক্ষার্থীর জন্য ৫১ হাজার ৭৮২টি বই মুদ্রণ ও বাঁধাই করা হয়েছে।

অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী ১ হাজার ২৩১ জন শিক্ষার্থীর জন্য ৯ হাজার ৭০৩টি ব্রেইল বই মুদ্রণ ও বাঁধাই করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

প্রাথমিক ও মাধ্যমিকে ৩৬ কোটি ২১ লাখ বই বিনামূল্যে দেবে সরকার

আপডেট টাইম : ০৮:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০১৬

রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আগামী জানুয়ারিতে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই বিনামূল্যে বিতরণ করবে সরকার। নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি, ২০১৭) বই উৎসবের মাধ্যমে তা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, ২০১৭ শিক্ষাবর্ষের জন্য সকল বই প্রস্তুত হয়েছে। ইতোমধ্যে ২০ কোটির বেশি বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। বাকি বইও শিগগিরই মধ্যেই পৌঁছে যাবে।
এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘আশি শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। বাকি ১৬ কোটি বই আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে দেশের সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে।’
তিনি জানান, ‘প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, এসএসসি কারিগরি, ইবতেদায়ী, দাখিল ও দাখিল কারিগরি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং দৃষ্টি প্রতিবন্ধী মোট ৪ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যের এসব বই বিতরণ করা হবে।’
এনসিটিবির একটি সূত্র জানায়, সৃজনশীল পদ্ধতির জটিলতা নিরসনে শিক্ষকদের সহায়তার জন্য এই প্রথমবারের মতো শিক্ষা সহায়িকা গাইড তৈরি করা হচ্ছে। এই গাইড অনুসরণ করলে সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীদের পড়াতে শিক্ষকদের কোনও সমস্যা হবে না।
এনসিটিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য ‘শিক্ষক নির্দেশিকা’ শিরোনামে ৬০ লাখ ১ হাজার ২৪টি এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য ‘শিক্ষক ও শিক্ষাক্রম গাইড’ শিরোনামে ৪৬ লাখ ৬৬ হাজার ৬৬৪টি বই করা হয়েছে।

শিক্ষকরা যদি শিক্ষা সহায়িকা গাইড ফলো করেন, তাহলে শিক্ষার্থীদের জন্য সৃজনশীল পদ্ধতি বুঝতে আর অসুবিধা হওয়ার কথা নয়। এতে শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগী হয়ে উঠবে। ক্লাসে উপস্থিতিও বাড়বে।

এনসিটিবি চেয়ারম্যান জানান, এবার প্রাক-প্রাথমিক স্তরের ৩২ লাখ ৬২ হাজার ৮৬৪ জন শিক্ষার্থীর জন্য ১ কোটি ৫ লাখ ৫ হাজার ৮৬২টি, প্রাথমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) স্তরের ২ কোটি ১৭ লাখ ২১ হাজার ১২৯ জন শিক্ষার্থীর জন্য ১০ কোটি ৫২ লাখ ৩৬ হাজার ৭৯৭টি বই মুদ্রণ ও বাঁধাই করা হয়েছে।

মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) স্তরের ১ কোটি ২০ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থীর জন্য ১৭ কোটি ৬৮ লাখ ৩০ হাজার ৩৬৮টি বই মুদ্রণ ও বাঁধাই করা হয়েছে।

এছাড়া, ইবতেদায়ী ও দাখিল স্তরের ৫৩ লাখ ৫৭ হাজার ২১ জন শিক্ষার্থীর জন্য ৫ কোটি ৭১ লাখ ৯৭ হাজার ৮৫৫টি, কারিগরি ট্রেড স্তরের ২ লাখ ১০ হাজার ৭৭৫ জন শিক্ষার্থীর জন্য ৯ লাখ ২১ হাজার ১১০টি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৪ হাজার ৬৪১ জন শিক্ষার্থীর জন্য ৫১ হাজার ৭৮২টি বই মুদ্রণ ও বাঁধাই করা হয়েছে।

অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী ১ হাজার ২৩১ জন শিক্ষার্থীর জন্য ৯ হাজার ৭০৩টি ব্রেইল বই মুদ্রণ ও বাঁধাই করা হয়েছে।