দুই ভাগ হচ্ছে ঢাকা মহানগর বিএনপি

চলতি মাসের যে কোনো দিন ঢাকা মহানগরে দুই ভাগে বিএনপির কমিটি দেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে কমিটির একটি খসড়া তালিকাও তার কাছে হস্তান্তর করা হয়েছে। দলের সিনিয়র নেতাদের কাছ থেকেও এ নিয়ে মতামত নিচ্ছেন তিনি। আগামী এক সপ্তাহের মধ্যে ৪৯টি থানা, ১০০টি ওয়ার্ড ও ৭টি ইউনিয়নের কমিটির তালিকাও বিএনপি প্রধানের কাছে জমা দেওয়া হবে। ওই তালিকা ধরেই মহানগর কমিটি দেবেন তিনি। ‘এক ঢাকার এক কমিটি’র পক্ষে অনড় থাকা বেগম জিয়া এখন নিজেই নেতৃত্বের বিকেন্দ্রীকরণ করতে দুই ভাগে মহানগর কমিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নেতৃত্বে অপেক্ষাকৃত তরুণদের গুরুত্ব দেওয়া হচ্ছে। দলীয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। খবর বাংলাদেশ প্রতিদিন’র।

২০১৪ সালের ১৮ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক ও দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে সদস্য সচিব করে ঢাকা মহানগর ৫৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর প্রায় আড়াই বছর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই দুই কমিটিই মহানগরে পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। বিগত ৫ জানুয়ারি সংসদ নির্বাচন প্রতিহতের আন্দোলনে ওই দুই কমিটির বিরুদ্ধেই কমবেশি ব্যর্থতার অভিযোগ রয়েছে বিএনপিতে। জানা যায়, গত কিছুদিন ধরে কমিটি গঠনে কাজ করছেন ঢাকা মহানগরের দায়িত্ব প্রাপ্ত নেতারা। এ নিয়ে হোম ওয়ার্ক শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন। বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের আগেই মহানগর কমিটি ঘোষণা হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে গতকাল সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও মহানগরের যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু জানান, ‘মহানগর কমিটি চূড়ান্ত করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা কিছু প্রস্তাবনা করেছি। ওয়ার্ড, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বের একটি খসড়া তালিকা ম্যাডামের কাছে দিচ্ছি। তিনি চাইলে সংযোজন-বিয়োজন করতে পারেন। জানা যায়, ঢাকা মহানগর দক্ষিণে কাজী আবুল বাশারকে সভাপতি ও ইউনুস মৃধাকে সাধারণ সম্পাদক করার নাম প্রস্তাবনায় রাখা হয়েছে। এ ছাড়া দক্ষিণের গুরুত্বপূর্ণ পদে রাখতে হারুনুর রশীদ এবং তানভীর আহমেদ রবীনের নাম প্রস্তাব করা হয়েছে। বিএনপির একটি অংশ অবশ্য মহানগর দক্ষিণে সাধারণ সম্পাদক হিসেবে নবীউল্লাহ নবীকে দেখতে চান। এ বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে। মহানগর উত্তরে সভাপতি পদে এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক পদে তাবিথ আউয়ালের নাম তালিকায় রাখা হয়েছে। এ ছাড়া বজলুল বাসিত আনজু ও আনোয়ারুজ্জামান আনোয়ারকেও গুরুত্বপূর্ণ পদে রাখতে সুপারিশ করা হয়েছে। উত্তরে শীর্ষ পর্যায়ে আলোচনায় রয়েছে আহসান উল্লাহ হাসান ও এম কফিল উদ্দিনের নামও। তবে প্রস্তাব দেওয়া নেতারা মৌখিকভাবে উত্তর ও দক্ষিণে আহ্বায়ক পদে বিএনপি চেয়ারপারসন আবদুস সালামের নাম প্রস্তাব করেছেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর