আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। আহতদের অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্থানীয় সময় আজ (৩ নভেম্বর) সোমবার সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের উৎপত্তিস্থল ছিল খোলম এলাকায়, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ২ বলে ধারণা করা হলেও, ইউএসজিএস পরে সেটি সংশোধন করে ৬ দশমিক ৩ নির্ধারণ করে। সংস্থাটি তাদের পেইজার সিস্টেমে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে, যার অর্থ—বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভূমিকম্পপ্রবণ হিন্দুকুশ অঞ্চল ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।
আর সেই কারণেই এলাকায় প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মাজার-ই-শরিফে উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে তৎপর রয়েছেন। শহরের অনেক বাসিন্দা মাঝরাতে ভূকম্পন টের পেয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবন কাঁপতে থাকা ও মানুষকে আতঙ্কে ছুটোছুটি করতে দেখা গেছে।
এর আগে চলতি বছরের আগস্টে আফগানিস্তানে ৬ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৮০০ জন নিহত হয়েছিলেন এবং কয়েক হাজার মানুষ আহত হন। দেশটির ভঙ্গুর অবকাঠামো ও সীমিত উদ্ধারসুবিধার কারণে এমন প্রতিটি ভূমিকম্পই বড় মানবিক বিপর্যয়ে পরিণত হচ্ছে।
Reporter Name 
























